এটা কিন্তু আসলেই ঠিক, প্রায় সবাই উল্টোটা চায়। তবে বাংলাদেশের শীতকালটা আমার কাছে খুব ভালো লাগে। যদিও ধুলাবালির কারণে আমারও ঠান্ডার সমস্যা শীতকালে লেগেই থাকে। তবুও মাঝেমধ্যে ভাবি শীতকাল ছয় মাস থাকলে ভালো হতো। কারণ বাংলাদেশের গরম একেবারে অসহ্যকর। গ্রীষ্মকাল আসলেই আমার মনে হয় যে সাউথ কোরিয়াতে চলে যাই। যাইহোক আপনার যদি ঠান্ডা জনিত সমস্যা না থাকতো,তাহলে হয়তোবা আপনিও চাইতেন শীতকাল বেশিদিন থাকুক।