চিনা হাঁসের দাম আমাদের এখানে ২০০০/২২০০ টাকা করে। চিনা হাঁসের মাংস খেতে দারুণ লাগে। আপনারা ১৮০০ টাকা দিয়ে হাঁসটা কিনেছেন শেষ পর্যন্ত। বেপারী যদি ১৬০০ টাকা দিয়ে হাঁসটা কিনতে পারতো,তাহলে ২০০০ টাকার নিচে ভুলেও বিক্রি করতো না। যাইহোক বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই চিনা হাঁসের মাংস খেতে দারুণ লাগে।