ভ্রমণ- শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ( পর্ব ১৩)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে অনেক ভালো লাগে। তাই কাছে কিংবা দূরে যেকোনো জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। কিছুদিন আগে শিল্প ও বানিজ্য মেলায় ভ্রমণ করেছিলাম। আর বেশ কিছু পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আজকে নতুন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এবারের পর্ব সকলের ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ( পর্ব ১৩):
Location
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমন করতে আমার অনেক ভালো লেগেছে। যখনই মেলা অনুষ্ঠিত হয় তখনই যাওয়ার চেষ্টা করি। মেলায় গিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে যেমন ভালো লাগে তেমনি ঘুরে ঘুরে সব কিছু দেখতেও ভালো লাগে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কাপড়ের দোকানগুলোতে যেতে। শিল্প ও বানিজ্য মেলায় গেলেই বিভিন্ন রকমের কাপড়ের দোকান গুলো চোখে পড়ে। রেডিমেড কাপড়ের দোকান থেকে শুরু করে থ্রি-পিস সবকিছুই পাওয়া যায়। আমি তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম।
Location
মেলায় যেসব কাপড় পাওয়া যায় সেগুলো দামের দিক থেকে মোটামুটি কম মনে হয়েছে। যেহেতু ক্রেতার সংখ্যা অনেক বেশি তাই তারা অল্প দামে কাপড় গুলো বিক্রি করছে। আর সেল বেশি হলে লাভ এমনিতেই অনেক বেড়ে যায়। তাইতো তারা তাদের লাভের কিছুটা অংশ রেখে নির্দিষ্ট একটি মূল্য নির্ধারণ করে দিয়েছে। যাতে করে তাদের সাথে দামাদামি করতে না হয় এবং ক্রেতারাও নিজের সামর্থ্য অনুযায়ী ক্রয় করতে পারে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে বারবার দামাদামি করাটাও কেমন জানি লাগে।
Location
মেলায় যেহেতু বিভিন্ন রকমের কাপড়ের কালেকশন ছিল তাই সবার ভিড় ছিল অনেক বেশি। সবাই নিজেদের জন্য কাপড় কেনাকাটা করছিল আর অনেকে তো প্রিয় মানুষের জন্য কাপড় কেনার চেষ্টা করছিল। সবাই ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিল আর নিজেদের পছন্দের এবং মানানসই কাপড় গুলো কেনাকাটা করার চেষ্টা করছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। তাই আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কোন কাপড় গুলো কেনা যায়।
Location
মেলায় বিভিন্ন রকমের কাপড়ের সংগ্রহ ছিল। বিশেষ করে হিজাবগুলো দেখতে অনেক ভালো লাগছিল। হিজাবের কালেকশন গুলো আমার কাছে ভালোই লেগেছে। যেহেতু অল্প দামে তারা বিক্রি করছিল তাই এই দোকানগুলোতে ভিড় অনেক বেশি ছিল। সবাই নিজেদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিংবা পছন্দের কালার গুলো দেখে দেখে হিজাব কিন। হিজাবের দাম মোটামুটি কম ছিল এবং স্টুডেন্টরা এই হিজাব গুলো বেশি কিনছিল।
Location
মেলায় গিয়ে ঘোরাঘুরি করতে যেমন ভালো লাগে তেমনি টুকিটাকি সব জিনিসপত্রগুলো কেনাকাটা করতে ভালো লাগে। আর মেলায় গেলেই কাপড়ের দোকানগুলো বেশি চোখে পড়ে। কারণ সবাই নিজেদের প্রিয়জনের জন্য কিংবা নিজের প্রয়োজনে দারুন দারুন সব কাপড় ক্রয় করে। আর মেলায় গেলে খুব সহজে নিজেদের কাপড় কেনাকাটা করা যায়। আমার কাছে তো ঘুরে ঘুরে সব কিছু দেখতে এবং কিনতে অনেক ভালো লেগেছিল।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করতে আমার অনেক ভালো লেগেছে। শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে আমি অনেক সুন্দর সময় কাটিয়েছি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1869212315217989890?t=TSLfcf54Qmui69TOqT8gnQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
মেলায় গেলে ঘুরাঘুরি করার পাশাপাশি যদি কেনাকাটা না করা হয়, তাহলে তো একেবারে ভালোই লাগে না। টুকিটাকি জিনিসপত্র কেনাই লাগে। শিল্প ও বাণিজ্য মেলায় আপনি অনেক ভালা ঘুরাঘুরি করেছিলেন। আর এটার ১৩ নাম্বার পর্ব আমার খুব ভালো লেগেছে। আপনি সবকিছু ঘুরে ঘুরে দেখেছেন আর কেনাকাটা করেছেন শুনে ভালো লাগলো।
শিল্প বাণিজ্য মেলায় খুব সুন্দর একটি সময় কাটিয়ে এসেছেন বুঝতে পারছি। অনেক রকম শাড়ির কালেকশন রয়েছে এই মেলাতে। আপনার তোলা ছবিগুলি অসাধারণ হয়েছে। অনেক রকম জামাকাপড় দেখলে মানুষ কনফিউজ হয়ে যায়৷ আসলে অনেকগুলি থেকে একটি পছন্দ করাই খুব কঠিন কাজ। তবে এই ধরনের বেলায় যেতে খুব ভালো লাগে।