ফটোগ্রাফি-শখের বাগান ও পরিচর্যা||আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই শখ করে গাছ লাগাই। গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ তেমনি গাছের পরিচর্যা করাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাইতো এই বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে চলে এসেছি। আশা করছি আমার এই পোস্ট সবার কাছে ভালো লাগবে।
শখের বাগান ও পরিচর্যা:
Location
শখের বাগান সবার কাছেই অনেক পছন্দের। আমরা অনেকেই শখ করে বাগান করি। কিন্তু অনেক সময় সেই বাগানের সঠিক পরিচর্যা করতে পারিনা। আসলে বাগানের পরিচর্যা না করলে সেই বাগান কখনো সুন্দর হয় না। ছোটবেলা থেকেই বাগান করা আমার ভীষণ শখ। তাইতো বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ লাগাতে ভালো লাগে। আর সেই গাছগুলোর পরিচর্যা করতে ভালো লাগে। আসলে শুধু গাছ লাগালেই হয় না সেই গাছগুলোর যদি আমরা পরিচর্যা না করতে পারি তাহলে কখনোই ভালো ফলাফল পাবো না ।
Location
গাছ লাগানো যেমন দরকারি তার থেকে বেশি দরকারই হলো গাছের সঠিক যত্ন নেওয়া। গাছে যদি আমরা সঠিক নিয়ম অনুযায়ী পানি না দেই তাহলে গাছ নিস্তেজ হয়ে যাবে। অন্যদিকে আমরা যদি বেশি পরিমাণে পানি প্রয়োগ করি তাহলে গাছের গোড়া পচে যেতে পারে। বিশেষ করে আমরা যারা টবে গাছ লাগাই তারা যদি সব সময় এই বিষয়গুলো খেয়াল না করি তাহলে খুব সহজেই গাছটি নষ্ট হয়ে যাবে। আর তখন শখের গাছ নষ্ট হতে দেখি তখন আমাদের ভীষণ খারাপ লাগে। টবে গাছ লাগানোর আগে অবশ্যই টবের নিচের ছিদ্রগুলো একটু বড় করে নিতে হবে। তাহলে গাছগুলো যেমন সতেজ হবে তেমনি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। তখন আর গাছের গোড়া পচে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
Location
অনেকে আছেন গাছে পানি দেওয়ার সঠিক নিয়ম জানেন না। তাইতো খুব সহজেই তাদের গাছের গোড়া পচে যায়। আর মন খারাপ হয়ে যায়। আসলে বেশি মাত্রায় পানি দিলেও গাছের গোড়া পচে যেতে পারে। আবার অন্যদিকে অনেকে আছেন বেশি পরিমাণ সারের ব্যবহার করে। এতে করে গাছের পাতা একেবারে হলুদ হয়ে যায় এবং ধীরে ধীরে মরে যায়। আমি যেহেতু অনেক আগে থেকেই শখের বসে বাগান করি তাই আমার কাছে যতটুকু মনে হয় কখনোই গাছের গোড়ায় সার দেওয়া উচিত নয়। গাছের গোড়া থেকে কমপক্ষে চার ইঞ্চি দূরত্বে দুই থেকে তিনটি সারের দানা আলগা করে মাটিতে রেখে এরপর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এর ফলে গাছের গোড়ায় ধীরে ধীরে স্যারের উপকারিতা পৌঁছাবে।
Location
অনেকেই আছে গাছের গোড়ার মাটি সঠিকভাবে প্রস্তুত করতে পারে না। আসলে যখন আমরা টবে গাছ লাগাই তখন যদি সেই গাছের গোড়ার মাটি আমরা আগে থেকে প্রস্তুত না করি তাহলে গাছ ভালো হবে না। সেজন্য প্রথমেই জৈব সার এবং মাটি মিক্স করে রোদে শুকিয়ে নিতে হবে। যাতে করে ভেজা ভেজা না থাকে। আর ভেজা ভেজা মাটিতে গাছ লাগালে সেই গাছ ভালো হবে না। জৈব সার মিশ্রিত মাটি রোদে শুকিয়ে এরপর ধীরে ধীরে টবে তুলতে হবে। আমি একটা সময় অনেক গাছ লাগাতাম। কিন্তু এখন কেন জানি সেটা আর হয়ে ওঠে না। কিন্তু অনেকের কাছে শুনি টবে গাছ লাগালে গাছ মরে যায়। আসলে অনেক সময় দেখা যায় আমরা সঠিক নিয়ম জানি না বলেই সেই কাজগুলো বেশি দিন স্থায়ী হয় না।
Location
আমার বাগানে যেমন বিভিন্ন রকমের গাছ আছে তেমনি টবে লাগানো বিভিন্ন পোর্তুলিকা গাছগুলো আমার বেশ ভালো লাগে। আর বড় একটি টবে কিছু পোর্তুলিকা গাছ লাগিয়েছিলাম। সেগুলোর সঠিক পরিচর্যার জন্য খুব দ্রুতই বৃদ্ধি পেয়েছে এবং ফুলে ফুলে ভরে উঠেছে। সেই ফুলের সৌন্দর্য দেখে মন যেমন ভালো হয়ে যায় তেমনি মানসিক প্রশান্তি আসে। তাই আমার যতটুকু মনে হয় সবকিছু থেকে বেরিয়ে এসে আমরা যদি মানসিক প্রশান্তির জন্য গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি তাহলে সবকিছুই ভালো হবে এবং সঠিকভাবে গাছের যত্ন করতে পারব।
এটা আপনি ঠিক বলছেন আসলে গাছ লাগানো বড় কথা নয় সে গাছের পরিচর্যা করতে হয়। সেটা শুধু গাছের ক্ষেত্রে নয় যে কোন কিছুর পরিচর্যা করলে সেটা অনেক সুন্দর ভালো ফলাফল যে। অনেক সুন্দর ফুলের বাগান করলেন আপু ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ ফুল গাছ গুলো অনেক সুন্দর তরজা একদম। আপনি যে নিয়মিত পরিচর্যা করেন সেটা ফুল গাছ দেখলেই বোঝা যাচ্ছে।
ঠিক বলেছেন আপু গাছের সঠিক পরিচর্যা না করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে না। আর গাছ যখন ফুলে ফুলে ভরে উঠে তখন দেখতে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন আমরা সব করে বাগান করি কিন্তু অযত্নে অবহেলায় লতাপাতায় ভরে যায় সৌন্দর্যরা নষ্ট হয়।
বাগান পরিচর্যা করে সেই সাথে ফুলের সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো দেখে।
বাগান করার প্রতি আমরা খুবই উৎসাহী। তবে যত্নের অভাবে অনেক সময় সেই শখের বাগান নষ্ট হয়ে যায়। চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কিছু কথা তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপনার বাগানে ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো। দেখে খুবি ভালো লেগেছে আমার।নিজের বাগানের পরিচয় করতেও অনেক ভালো লাগে।
আপু আপনার শখের বাগানের বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে আপনার চমৎকার বর্ণনা গুলো পড়ে আমারও এরকম সুন্দর বাগান করতে খুব ইচ্ছে করছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার শখের বাগানের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। নিজের অনুভূতি থেকে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন শুধু গাছ লাগালেই হয় না গাছের সঠিক পরিচর্যা করতে হয় এবং গাছের পুষ্টি গুণের কথা বিবেচনা করে সারও দিতে হয় । আবার অতিরিক্ত সারের কারণে গাছ মারা যায় সে ক্ষেত্রে সার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় ।আপনার বাগানে বেশ ভাল পর্তুলিকার ফলন হয়েছে দেখছি । আমার বাগানেও ফুলে ফুলে ভরে আছে ।বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।