DIY-কাগজ দিয়ে গিফট বক্স তৈরি||

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ডাই শেয়ার করতে যাচ্ছি। কাউকে কোন কিছু উপহার দিতে ভালো লাগে। আর সেই উপহারটি যদি সুন্দর কোন গিফট বক্সে দেওয়া হয় তাহলে দেখতে অনেক ভালো লাগে। আজকে আমি একটি গিফট বক্স তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি সবার ভালো লাগবে।


কাগজ দিয়ে গিফট বক্স তৈরি:

IMG_20240701_113859.png
Device-OPPO-A15
IMG_20240701_113414.png
Device-OPPO-A15
IMG_20240701_103616.png
Device-OPPO-A15


প্রিয়জনদেরকে উপহার দিতে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোটদের উপহার দিতে বেশি ভালো লাগে। আর সেই উপহার যদি একটু আকর্ষণীয়ভাবে দেওয়া যায় তাহলে তারা অনেক খুশি হয়ে যায়। চকলেট সবাই পছন্দ করে। বিশেষ করে ছোটরা বেশি পছন্দ করে। তাই ভাবলাম একটি গিফট বক্স তৈরি করি। আর সেই গিফট বক্স তৈরির পদ্ধতি আপনাদের মাঝে উপস্থাপন করি। আমার এই গিফট বক্সের ভেতরে আমি কিছু চকলেট দিয়েছিলাম। চকলেট দিয়ে গিফট বক্সটি ভরিয়ে তুলেছিলাম। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি গিফট বক্স তৈরি করেছি। আর কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. চকলেট।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
৬. স্কেল।
৭. পুঁথি।

IMG20240629143447.jpg
Device-OPPO-A15
IMG_20240701_110215.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240629143809.jpg
Device-OPPO-A15
IMG20240629143846.jpg
Device-OPPO-A15


কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করার জন্য প্রথমে একটি কাগজ কেটে নিয়েছি। এরপর চারপাশে সমান করে নেওয়ার জন্য স্কেল ব্যবহার করার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240629143957.jpg
Device-OPPO-A15
IMG20240629144137.jpg
Device-OPPO-A15


এবার স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। যাতে করে চারপাশে সমান হয়।


ধাপ-৩

IMG20240629144251.jpg
Device-OPPO-A15
IMG20240629144432.jpg
Device-OPPO-A15


এবার কোনার দিকের কিছু অংশে কেটে নিয়েছি।


ধাপ-৪

IMG20240629144634.jpg
Device-OPPO-A15
IMG20240629145116.jpg
Device-OPPO-A15


এরপর অন্যান্য কিছু অংশে কেটে নিয়েছি। যাতে করে গিফট বক্স তৈরি করার জন্য কাগজগুলো ভাঁজ করা যায়।


ধাপ-৫

IMG20240629145234.jpg
Device-OPPO-A15
IMG20240629145257.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে আঠা দিয়ে কাগজগুলো জয়েন্ট করে গিফট বক্সের আকৃতি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20240629145338.jpg
Device-OPPO-A15
IMG20240629145429.jpg
Device-OPPO-A15


এভাবে ধীরে ধীরে আরো কিছু অংশের কাজ করেছি। আর গিফট বক্স এর উপরের অংশ এবং নিচের অংশ সুন্দর করে প্রস্তুত করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240629145658.jpg
Device-OPPO-A15
IMG20240629150004.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ঢাকনা লাগিয়ে পরীক্ষা করে নিয়েছি সম্পূর্ণ অংশ তৈরি হয়েছে কিনা। এরপর কিছু চকলেট প্রস্তুত করেছি এর মধ্যে রাখার জন্য।


ধাপ-৮

IMG20240629150047.jpg
Device-OPPO-A15
IMG20240629150153.jpg
Device-OPPO-A15


এবার চকলেট গুলো গিফট বক্সে রেখেছি আর গিফট বক্সের উপরে ঢাকনা লাগিয়ে দিয়েছি।


ধাপ-৯

IMG20240629150449.jpg
Device-OPPO-A15
IMG20240629150844.jpg
Device-OPPO-A15


এবার গিফট বক্স এর ওপরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপরের একটি অংশ তৈরি করার প্রস্তুতি নিয়েছি। আর সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-১০

IMG20240629151101.jpg
Device-OPPO-A15
IMG20240629151105.jpg
Device-OPPO-A15


উপরের অংশটি সুন্দর করে তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। আর আঠা দিয়ে লাগিয়েছি।


ধাপ-১১

IMG20240629151418.jpg
Device-OPPO-A15
IMG20240629151833.jpg
Device-OPPO-A15


এবার বক্সের উপরের আরো কিছু অংশ তৈরি করার জন্য কাগজ কেটে নিয়েছি। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


শেষ ধাপ

IMG20240629151947.jpg
Device-OPPO-A15
IMG_20240701_105628.jpg
Device-OPPO-A15


এবার বক্স এর উপরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পুঁথি ব্যবহার করেছি। এরপর কলম দিয়ে সুন্দর করে লিখে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20240701_113034.png
Device-OPPO-A15
IMG_20240701_104442.png
Device-OPPO-A15


সুন্দর একটি গিফট বক্স তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। আর ভেতরে চকলেট গুলো দেওয়ার কারণে গিফট বক্সটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লেগেছে। জানিনা আমার তৈরি করা গিফট বক্স আপনাদের কাছে কেমন লেগেছে তবে এই কাজটি করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আপনারা যারা প্রিয়জনকে উপহার দিতে চান তারা এভাবে গিফট বক্স তৈরি করে উপহার দিতে পারেন। এই ধরনের গিফট বক্সগুলোতে ছোট ছোট সব গিফট থেকে শুরু করে চকলেট, ঘড়ি সবকিছুই দেওয়া যাবে। আর প্রিয় মানুষটি অনেক খুশি হবে। যদি কেউ বাচ্চাদের উপহার দিতে চান তাহলে গিফট বক্সে চকলেট দিলে তারা বেশি খুশি হবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 5 days ago 

সত্যি প্রশংসনীয় আপু রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর জিনিস দেখি যা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। আজকে আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করলেন। সেখানে আবার ভিতরে চকলেট দিলেন। খুব সুন্দর করে ডিজাইন করার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ।

 5 days ago 

আপু আপনি এত সুন্দর করে প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো। আমার তৈরি করা গিফট বক্স আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপনি আজ আমাদের মাঝে কাগজ দিয়ে গিফট বক্স তৈর করে দেখিয়েছেন অনেক ভালো লাগলো আমার প্রতিটি ধাপ দেখে।দক্ষতার সহিত তৈরি করেছেন আমাদের মাঝে অনেকদিন ধরে ভেবেছি এমন একটি গিফট বক্স তৈরি করব কিন্তু সেটা আপনি তৈরি করে দেখিয়েছেন খুব ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য।

 5 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দর একটি গিফট বক্স তৈরি করার। অনেকদিন পর এই গিফট বক্স তৈরি করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আমি তো ভেবেছিলাম গিফট বক্সে চকলেট ভরে দিয়ে আপনি আমাকে পাঠাবেন। কিন্তু শেষে দেখি নারে আমাকে আর পাঠালেন না। যাই হোক রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি গিফট বক্স তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি এমন করে আরও সুন্দর সুন্দর পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।

 5 days ago 

আরে আপু এই উপহারটি তো আপনার জন্যই তৈরি করেছি। সময় হলেই পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 5 days ago 

আপু এমন গিফট বক্স আমাদের জন্য পাঠিয়ে দিলে অনেক ভালো হতো হা হা হা। আসলে আপু রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার গিফট বক্স আমার কাছে অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে ভিতরের চকলেট গুলো। ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

আপু আপনার জন্য এরকম একটি উপহার পাঠিয়ে দিব। শুধু ঠিকানাটা দিয়েন। অনেক অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 5 days ago 

কাগজ দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি গিফট বক্স বানিয়েছেন । খুবই সুন্দর লাগছে আপনার বানানো গিফট বক্স টা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

আমার তৈরি করা বক্স আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 5 days ago 

বাহ্ কাগজ দিয়ে চমৎকার একটি গিফট বক্স তৈরি করেছেন। এধরনের কাজগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আর কাজটি শেষ করার পর বেশ দারুন দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার ডাই প্রজেক্ট উপহার দেয়ার জন্য।

 5 days ago 

আমার তৈরি করা গিফট বক্স আপনার ভালো লেগেছে আর এত সুন্দর করে প্রশংসা করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

এরকম সুন্দর গিফট বক্সে গিফট দিলে তো ভালোই হয়। ‌ গিফট বক্স টা খুবই সুন্দর হয়েছে আপু। দেখতে দারুন লাগছে। গিফট বক্সে তো দেখছি অনেকগুলো চকলেট রেখেছেন। সবগুলো আমাকে গিফট করে দেন আপু😜।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাইপ্রজেক্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

আপু আপনি শুধু ঠিকানা দেন আমি আপনার ঠিকানায় সুন্দর একটি গিফট বক্স পাঠিয়ে দিচ্ছি। সাথে কিছু চকলেট দিয়ে দিব আপু।

 5 days ago 

এত সুন্দর বক্স তৈরি করে ভিতরে চকলেট দিয়ে ছোটদের গিফট করলে বেশ খুশি হবে। গিফট বক্সের কালার টা বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 5 days ago 

একদম ঠিক বলেছেন আপু সুন্দর একটি গিফট বক্স তৈরি করে চকলেট উপহার দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 5 days ago 

আপনি আজকে আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে গিফট বক্স তৈরি করেছেন। আপনার তৈরি করা গিফট বক্স টি অসাধারণ হয়েছে। আপনি বেশ দারুন ভাবে গিফট বক্স টি তৈরি করেছেন।আপু এই গিফট বক্স টি আপনার প্রিয় মানুষটি কে গিফট করলে অনেক বেশি খুশি হয়ে যাবে।

 5 days ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি নিজের ভালোলাগার একটি কাজ করে আপনাদের মাঝে উপহার দেওয়ার। এই গিফট বক্স তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে।