DIY- ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লাগে। তাই নতুনভাবে কোন কিছু করার চেষ্টা করি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেট সকলের ভালো লাগবে।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি:
ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর ওয়ালমেট যদি সুন্দর করে তৈরি করা হয় তাহলে সেগুলো ঘর সাজাতে অনেকটাই কাজে লাগে। আমি মাঝে মাঝেই ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি। এবার ভাবলাম সিম্পল একটি ওয়ালমেট তৈরি করবো। আর এই সিম্পল ওয়ালমেট তৈরি করার জন্য ক্লে ব্যবহার করেছি। ক্লে দিয়ে ফুল এবং পাতা তৈরি করেছি আর ওয়ালমেট এর সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তোলার চেষ্টা করেছি
জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে এই সুন্দর ওয়ালমেট তৈরি করে শেয়ার করতে অনেক ভালো লেগেছে।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. ক্লে।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
এই সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে ফ্রেম তৈরি করেছি। এজন্য প্রথমে একটি কাগজ গোল করে দাগ দিয়ে নিয়েছি আর কেটে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২
কাগজটি সুন্দর করে গোল করে কেটেছি। এরপর একটি ফুলদানির অংশ তৈরি করার জন্য কালো কাগজ কেটেছি।
ধাপ-৩
এবার কালো কাগজটি সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে কলম দিয়ে কিছু গাছের নকশা আর্ট করার চেষ্টা করেছি।
ধাপ-৪
কলম দিয়ে ডিজাইন করে সুন্দর করে গাছের নকশা আর্ট করেছি। আর ফুলদানী টি সুন্দর করার চেষ্টা করেছি। এরপর সবুজ পাতা তৈরি করার জন্য ক্লে ব্যবহার করেছি।
ধাপ-৫
পাতাগুলো সুন্দর করে তৈরি করেছি যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৬
এবার বিভিন্ন অংশে বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করেছি। আর সুন্দর করে ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:
এই ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। কালারফুল ওয়ালমেট তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। তাই আমি আমার তৈরি করা ওয়ালমেট একটু কালারফুল করার চেষ্টা করেছি। আর বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে সাজিয়ে রাখতেও ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
ক্লে দিয়ে আপনি দারুন একটা ওয়ালমেট তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বিভিন্ন কালারের ক্লে দিয়ে এই ওয়ালমেট তৈরি করায় দেখতে একটু বেশি সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে লাগালে দেখতে অনেক ভালো লাগে। এত চমৎকার ওয়ালমেট তৈরি করে সবার মাঝে শেয়ার করলেন, এজন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি আর কালার গুলো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1861590186163085404?t=8_vYAlvFOes_9WtxaU4Umg&s=19
খুবই দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এ ধরনের চমৎকার ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি তৈরি করেছেন। এত চমৎকার একটি ওয়ালমেট তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। অনেক ধন্যবাদ ভাইয়া।
ক্লে দিয়ে চমৎকার সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। অনেক সুন্দর ও আকর্ষণীয় লাগছে আপনার বানানো ক্লে ওয়ালমেট টি।ধাপে ধাপে দক্ষিতার সাথে ওয়ালমেট টি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর ওয়ালমেট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য
আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। চেষ্টা করেছি প্রতিটি ধাপ উপস্থাপন করার।
ক্লে ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন আপু। ক্লে ব্যবহার করে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার তৈরি ওয়ালমেট দেখতে ভীষণ সুন্দর লাগছে। এধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি ঘরে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। সুন্দর ওয়ালমেট তৈরি করার প্রত্যেকটি ধাপ খুব বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। পোস্টটি ভালো লাগলো।
মাঝে মাঝে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় ওয়ালমেট তৈরি করার চেষ্টা করি আপু।
বাহ্ ক্লে দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করছেন আপু।এখন ক্লে ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করা যাচ্ছে। আর ক্লে দিয়ে বানানো সব কিছুই দেখতে খুবই ভালো লাগে। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ক্লে ব্যবহার করে ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লেগেছে। আর আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরীর খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই দিনে যে ওয়ালমেট তৈরি করলে সেটা অনেক সুন্দর দেখতে হয়। গাছের ফুল এবং পাতাগুলো খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন।
মাঝে মাঝে নতুন কিছু চেষ্টা করি। আর গাছ এবং পাতাগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। ফুলগুলো ডিজাইন করে ওয়ালমেট সুন্দর করার চেষ্টা করেছি।
ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করার কারণে ওয়ালমেটটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনার হাতের কাজগুলো বরাবরই দারুণ হয়। যাইহোক এতো সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সিম্পল ভাবে কোন কিছু করার চেষ্টা করেছি ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.