ছোটবেলায় এরকম ঘূর্ণি অনেক তৈরি করতাম। তবে সেটা সাদা কাগজ দিয়ে তৈরি করা হতো। খাতার পেজ ছিঁড়ে ছিড়ে এই ঘূর্ণিগুলো তৈরি করতাম। যখনই দেখতাম বাতাস শুরু হয়েছে তখনই সেখানে দৌড়ে যেতাম। আসলে ছেলেবেলা গুলো কিভাবে যেন হারিয়ে গেল। আমরা নতুন কিছু তৈরি করার প্রতি আসক্ত ছিলাম আর এখনকার সময়কার ছেলেমেয়েরা মোবাইল ফোনেই বেশি আসক্ত। যাই হোক ভাইয়া আপনার তৈরি করা রঙিন কাগজের ঘূর্ণি অনেক সুন্দর হয়েছে।