আমার সাঁঝবেলাকার আকাশ জুড়ে বরষা যখন নামে,
তোমার কথা মনে পড়ে, ভীষণই মনে পড়ে ।
বৃষ্টি মানেই যেন হাজারো স্মৃতির পাহাড়। বৃষ্টি মানে যেন মনের কোণে অন্য রকমের ভালোলাগা। হয়তো সবকিছুর মাঝে মিশে থাকে সেই ভালোলাগা। আর সাঁঝের বেলায় যখন আকাশ জুড়ে বর্ষা নামে তখন তার কথা আরো বেশি মনে পড়ে। অসাধারণ লিখেছেন দাদা।