You are viewing a single comment's thread from:
RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৭ (Weekly Hangout Report-47)
সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৭ রিপোর্ট অনেক ভালো লাগলো।শিক্ষানবিশ মডারেটর @swagata21 আপুকে অভিনন্দন। এ সপ্তাহে নেটওয়ার্কে অনেক সমস্যা ছিল , তাই সববিষয় ঠিকভাবে শুনতে পারিনি। তাই রিপোর্ট পড়ে সবগুলো জেনে গেলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার বাংলা ব্লগে যেসকল পোস্ট সচরাচর করা হয় তারউপর ক্যাটগরি অনুযায়ি মাসিকভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করলে সবাই বিভিন্ন বিষয়ে দক্ষ হবে। ধন্যবাদ হাফিজুল্লাহ ভাই্ এত সুন্দর ভাবে রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপনের জন্য।