ম্যানচেস্টার সিটির আরও একটা জয়

in আমার বাংলা ব্লগ2 days ago

Screenshot_2024-10-05-21-54-10-89_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: premier League

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি খেলা দেখতে অনেক ভালবাসি তাই তো মাঝে মাঝেই আমি যখনই খেলা দেখি তখনই সেগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখি যেন পরবর্তী সময়ে আপনাদের মাঝে সেগুলো আমি পোস্ট আকারে শেয়ার করতে পারি। বিশেষ করে আমার সবথেকে পছন্দের খেলা হচ্ছে ফুটবল খেলার যদিও ফুটবল খেলতে আমি খুব একটা ভালো পারি না কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা ফুটবল খেলা দেখে তারা বেশিরভাগ সময়ই আমি লক্ষ্য করে দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগার খেলা গুলো দেখতে বেশি পছন্দ করে থাকে। ব্যক্তিগতভাবে লা লিগার পাশাপাশি আমার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা গুলো খুবই ভালো লাগে। এছাড়াও আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের কাছেই চ্যাম্পিয়নস লিগ খুবই প্রিয় একটা লীগ।

Screenshot_2024-10-05-20-12-28-15_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-10-05-20-28-05-66_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: premier League

আমি বেশিরভাগ সময় ম্যানচেস্টার সিটির খেলা গুলো পছন্দ করে থাকি। যখনই তাদের খেলা হয় তখনই আমি সময় নষ্ট না করে দেখতে শুরু করে দেই। গতরাতে যখন খেলা দেখতে শুরু করলাম হঠাৎ করে লক্ষ্য করলাম মাত্র ২৭ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটি একটা গোল খেয়ে যায়।

Screenshot_2024-10-05-20-32-48-15_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-10-05-20-33-32-15_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: premier League

কিন্তু এই দলটা যে অনেকটাই শক্তিশালী তা বোঝাতে পাঁচ মিনিটের বেশি সময় তারা নেয়নি। পাঁচ মিনিটের মধ্যেই তারা গোল পরিশোধ করে দিয়ে এক একের সমতায় চলে আসে। আর এরই মধ্যেই প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায়।

Screenshot_2024-10-05-21-06-00-65_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-10-05-21-40-28-50_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: premier League

হাফ টাইমের খেলা শুরু হতে না হতেই আমরা ম্যানচেস্টার সিটির আসল রূপ লক্ষ্য করলাম। দেখতে দেখতে তারা আরও দুইটা গোল দিয়ে দেয় এবং জয়ের খুব কাছাকাছি দ্বারা পৌঁ।

Screenshot_2024-10-05-21-51-59-04_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2024-10-05-21-54-10-89_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে
Credit: premier League

যদিও খেলার শেষের মুহূর্ত গুলোতে ফুলহাম আরো একটা গোল পরিশোধ করে কিন্তু সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। আর এরই মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি আরও একটা ম্যাচ খুব সহজেই জিতে যাই। গতরাতে অনুষ্ঠিত হওয়া এই খেলাটি আপনাদের কাছে কেমন লেগেছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন আরো একটা পোস্ট এর মধ্য দিয়ে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

বিগত কয়েক সিজেন ধরে মানচেস্টার সিটি একেবারে অপ্রতিরোধ‍্য। তবে এবার লিভারপুল ভালো খেলছে। আশাকরি এবার আর লীগে এক চেটিয়া আধিপত্য দেখাতে পারবে না ম‍্যানচেস্টার সিটি। গত ম‍্যাচটা আমি দেখিনি। বেশ ভালো একটা রিভিউ দিয়েছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 21 hours ago 

ঠিক কথা বলেছেন এবার যেন লিভারপুল খুবই সুন্দর খেলা আমাদের মাঝে উপহার দিচ্ছে।