শখের ফটোগ্রাফি পর্ব-৬৪"

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শখের ফটোগ্রাফি
  • ৩০,ডিসেম্বর ,২০২৪
  • সোমবার


আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আজকের পর্ব সাজিয়েছি ভিন্ন ভিন্ন প্রকৃতির রূপ।


📸ফটোগ্রাফি📸


1000003546.jpg

  • শীতের সকালে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে হঠাৎ নদীর দিকে চোখ যেতে দেখি একজন জেলে জাল ফেলে মাছ ধরছেন। শীতের সকালে জীবিকা নির্বাহের তাগিদে পানিতে নেমে মাছ ধরার আপ্রাণ চেষ্টা চলছে। তবে দৃশ্যটি উপর থেকে বেশ ভালো লাগছিল। অনেকটা সময় ধরে খেয়াল করলাম তেমন মাছ ধরা পড়েনি তার জালে। নদীতে মাছ ধরতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়।


Device : pixel 7
What's 3 Word Location :


📸ফটোগ্রাফি📸


1000003498.jpg

1000003500.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

  • কুয়াশাচ্ছন্ন শীতের সকালে নৌকা নিয়ে ছুটে চলছে তাদের গন্তব্যর দিকে। চারিদিকে কুয়াশায় ঘেরা তবে কিছুটা কুয়াশা কমে গিয়েছে বটে। এমন দৃশ্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগছিল। শীতের সকালের সূর্যি মামা মাত্র উকি দিচ্ছে সকালে সৌন্দর্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পেয়েই ভালো লাগছিল।

📸ফটোগ্রাফি📸


1000003489.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

  • মাঝে মধ্যে সামান্য কিছু জিনিসও ক্যামেরায় ধারণ করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। সাধনভাবে দাঁড়িয়ে আছে একটি বিদ্যুতের খুঁটি আশেপাশের পরিবেশের জন্য এটিকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। চারিপাশে কুয়াশা শূন্য এবং নীল আকাশের মাঝে দাঁড়িয়ে আছে সত্যি চমৎকার লাগছে।

📸ফটোগ্রাফি📸


1000003596.jpg

1000003594.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

  • পড়ন্ত বিকেলে সূর্যাস্তটা আমি সবসময়ই অনেক বেশি উপভোগ করি। মুগ্ধ হই সূর্যাস্তের সময়টার সৌন্দর্য দেখে। পড়ন্ত বিকেলে নিরিবিলি একটি জায়গায় বসে বসে অস্ত চলে যাওয়া এবং রক্তিম আকাশ উপভোগ করতে আমার অনেক বেশি ভালো লাগে।

📸ফটোগ্রাফি📸


1000003110.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

  • রাতে সৌন্দর্য চাঁদে রাতের আকাশে চাঁদ থাকলে রাতটা অনেক বেশি মধুময় হয়ে ওঠে।চাঁদনী রাতে প্রিয় মানুষের সাথে বসে বসে অনেক বেশি ভালো লাগে তবে দুঃখের বিষয় হলো সেই প্রিয় মানুষটাই আমার নেই তো ভালো লাগার বিষয়টাও আর বলতে পারছিনা। চাঁদনী রাতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তখন চাঁদের দিকে তাকানো যায় তখন মনে হয় চাঁদটাও আমার সাথে হেঁটে চলছে আমাকে আর একা মনে হয় না।

আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 6 days ago 
1000006021.png1000006022.png1000006023.png
 6 days ago 

তোমার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। অসাধারণ ফটোগ্রাফি ছিল। অনেকদিন পর ফটোগ্রাফি দেখতে পেলাম। আসলে ফটোগ্রাফির মধ্যে আলাদা একটা মজা রয়েছে যেটা করতে আমিও পছন্দ করি। প্রতিটা ফটোগ্রাফি ভালই উপভোগ করলাম।

 6 days ago 

আপনার শখের ফটোগ্রাফিগুলো বেশ দুর্দান্ত ছিল ভাইয়া। এত সুন্দর ভাবে অসাধারণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমি পুরাই মুগ্ধ। তবে সকল ফটোর মাঝে ছুটে তোলা নৌকার ফটোটা আমার কাছে ভালো লেগেছে।

 6 days ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি দারুন। বিশেষ করে জেলের জাল ফেলার ফটোগ্রাফিটি বেশি নজর কারলো।বাকি প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ। ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা দারুন লাগলো। সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 5 days ago 

বাহ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন তো ভাইয়া। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। প্রথম ফটোগ্রাফিটি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। নদীতে একটি মানুষ মাছ ধরতেছে সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন দূর থেকে। সত্যি চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

দুর্দান্ত কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছি অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।