You are viewing a single comment's thread from:

RE: গভীর উপলব্ধি একটি মৌলিক জীবন দর্শন কেই নির্দেশ করে।।জানুয়ারী ,২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

একদম ঠিক বলেছেন দাদা। আসলেই প্রত্যেকটি মানুষই তার ভিতরে এক কবিসত্তা লালন করে। অনেকে এটা উপলব্ধি করতে পারে আবার অনেকে পারে না। পূর্বে বিজ্ঞানের সবকিছু দর্শন থেকেই শুরু হয়েছিল। কেননা এরিস্টটল, সক্রেটিস, প্লেটো এনারা সবাই বৈজ্ঞানিক হওয়ার আগে অনেক বড় দার্শনিক ছিলেন। তাই সবকিছুই ছিলো দর্শন নির্ভর। এখনও যে দর্শন নেই এমন নয়। এখন অনেক উচ্চ পর্যায়ে মানুষ দর্শন শিখতে পারে। সেটি হলো PhD অর্থাৎ Doctor of Philosophy মানে যে যেকোনো বিষয়ই নিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চায় না কেন তার সেই বিষয়ের দর্শন আগে জানতে হবে। আর আপনার কথামতো নিজের ওই স্বতন্ত্র্য সত্তা কে খুঁজে বের করতে হবে।

আপনার শিক্ষনীয় পোস্ট গুলো অসাধারণ লাগে দাদা অনেক কিছু জানা যায়। আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। মানুষের জীবনে দর্শনের বিভিন্নতার উপর সুন্দর একটি পোস্ট করার জন্য।