ডাই : রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
ABB 28 ফেব্রুয়ারি 2024 বুধবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। যদিও জানিনা ওয়ালমেট ঠিক কি এরকম হয়েছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার জন্য প্রচুর ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। এবং কি ধৈর্য, সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে যদি কোন কাজ করা হয়, তাহলে সেই কাজটা শেষে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ঠিক তেমনি আমিও চেষ্টা করেছি সুন্দর করে কাজটা সম্পূর্ণ করার জন্য। গত কালকে রঙিন কাগজ নিয়ে বসে পড়েছিলাম একটা ওয়ালমেট তৈরি করব বলে। আর যখন এই ওয়ালমেট আমি তৈরি করেছিলাম, তখন তো আমার কাছে খুব ভালো লেগেছিল দেখতে। বিশেষ করে এটা ঘরের দেয়ালে লাগিয়ে রাখতে অনেক ভালো লেগেছে। ঘরের সৌন্দর্য যেন আরও বেশি ফুটে উঠেছিল। চেষ্টা করেছি আমি এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য। যেন যে কেউ চাইলে এই ওয়ালমেট তৈরি করে নিতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা সাদা পেজের উপরে মার্কার-কলম দিয়ে সুন্দরভাবে একটা গাছ আঁকতে লাগলাম।
ধাপ 2️⃣
এভাবে অনেক সুন্দর করে মার্কার দিয়ে একটা গাছ এঁকে নিলাম।
ধাপ 3️⃣
তারপর একটা রঙিন কাগজ নিলাম এবং রঙিন কাগজটা কোনা কোনা ভাবে ভাঁজ করে নিলাম।
ধাপ 4️⃣
তারপর রঙিন কাগজটা একটু গোল করে কেটে নিলাম।
ধাপ 5️⃣
এরপর কাগজটা খুলে নিলাম। এভাবে আমি বিভিন্ন কালারের অনেকগুলো ফুল তৈরি করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর একটু অংশ কেটে এটা গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম এবং পেন্সিল দিয়ে নিচের কিছু অংশ বাঁকা করে নিলাম। যার কারণে অনেক সুন্দর লাগছিল ফুলগুলোকে।
ধাপ 7️⃣
এরপর গাছের উপরের অংশে অনেক সুন্দর করে ফুলগুলোকে বসিয়ে নিলাম গাম দিয়ে।
ধাপ 8️⃣
এবার একটা সবুজ কালারের রঙিন কাগজ নিয়ে চিকন চিকন করে কিছু অংশ কেটে নিলাম, ঘাসের মতো করে ব্যবহার করার জন্য।
ধাপ 9️⃣
তারপর ঘাসের মতো করে জোড়া লাগিয়ে নিলাম গাছটার নিচের অংশে। এরপর ফুল গুলোর মধ্যে কালো মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দিলাম। এভাবেই আমি আমার আজকের কাজ শেষ করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট আপনি আজ শেয়ার করলেন। ওয়ালমেটটি দারুন হয়েছে দেখতে।বিভিন্ন রঙের বিভিন্ন ফুল হওয়াতে আরো বেশী ভালো লাগছে।এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য অনেক খানি বৃদ্ধি করে।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই ওয়ালমেটটি শেয়ার করার জন্য।
আসলে ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে এটা ঠিক কথা।
https://twitter.com/NARocky4/status/1762689980126925199?t=0x8IAyDxdYtkdVeVtzV1kg&s=19
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রসেসটি অনেক ভালো লাগলো। আসলে কালার কম্বিনেশনের কারণে ওয়ালমেটটি দারুন ফুটে উঠেছে। ধন্যবাদ তোমাকে সুন্দর ধাপে ধাপে তুলে ধরার জন্য। ভালো থেকো সবসময়।
সুন্দর করে কালার কম্বিনেশন ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ ব্যবহার করে।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটি দেখতে দারুন লাগছে। বিশেষ করে বিভিন্ন কালারের কাগজ ব্যাবহার করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। সবমিলিয়ে এতো সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার নিজের কাছেও এটা অনেক আকর্ষণীয় লেগেছিল, বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে।
রঙিন কাগজ ও কলম ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিভিন্ন রঙের কাগজ দিয়ে ফুল তৈরি করাতে দেখতে আরো সুন্দর লাগছে। প্রতিনিয়ত আপনার ক্রিয়েটিভিটি মাধ্যমে সুন্দর সুন্দর পোস্ট আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
চেষ্টা করি বিভিন্ন কাজের মাধ্যমে ক্রিয়েটিভিটিকে সুন্দর করে তুলে ধরার জন্য।
রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। যেটা আপনি প্রতিনিয়ত করে চলেছেন। আজকে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের ওয়ালমেট যেটা ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় । এই ধরনের কাজে আপনি খুবই দক্ষ ভালো লাগলো আপনার ওয়ালমেট তৈরি।
ঠিক বলেছেন এই কাজের মধ্যে আলাদা একটা মজা রয়েছে।
রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। বিভিন্ন রঙের ফুল হওয়ার জন্য দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। এ ধরনের ওয়ালমেটগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই এটা ঠিক বলেছেন, এরকম ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে গেলে প্রচুর ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে আসলেই আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন ।আপনাদের এই কাজগুলো দেখে আসলেই আমি অনেক মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য।
হ্যাঁ, কাজগুলো করার জন্য ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন বেশি হয়।
রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখে আমি সত্যি মুগ্ধ। আসলে এ ধরনের রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে যদি ঘরের দেয়ালে টানিয়ে রাখা যায় তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখায়। চমৎকার ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও এটা ঘরের দেয়ালে লাগিয়ে রেখেছি, যার কারণে সুন্দর লেগেছিল দেখতে।
অনেক সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর ফুলের ওয়ালমেট দেখে। যেন একটি গাছে শুধু ফুল আর ফুল। দেখতেও বেশ ভালো লাগলো,তৈরি করাটাও শিখে গেলাম।
আমার তৈরি করা ফুলের ওয়ালমেট দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।