"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৬৫ || ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা রেসিপি।

in আমার বাংলা ব্লগ28 days ago

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241125_161921.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। তবে এই রেসিপিটি আমি আমাদের এবারের প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। আমাদের মাঝে সময় উপযোগী একটি রেসিপি প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রথমে জানাই স্বাগতা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বেশ কয়েক বছর ধরেই আমরা কিন্তু শীতের সময় আসলেই এরকম প্রতিযোগিতা পেয়ে থাকি।

20241125_161908.jpg

আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। কারণ প্রতিযোগিতার কারণেই সুন্দর সুন্দর পিঠা রেসিপি গুলো খেতে পারি। আসলে এমনিতে অনেক ধরনের পিঠা খাওয়া হয়েছে। কিন্তু চেয়েছিলাম এমন একটা রেসিপি যেটা খাওয়া হয়নি। খুঁজে খুঁজে বের করলাম একটা পিঠা তা হচ্ছে বিবিখানা পিঠা। এর নাম অনেকবার শুনেছি। কিন্তু কখনো খাওয়া হয়নি। এমন কি শুনেছি এটা অনেক ঐতিহ্যবাহী একটা পিঠা। তাই জন্য ভাবলাম এবারে এই রেসিপিটা ট্রাই করা যাক। রেসিপিটা আসলে কতটুকু তৈরি করতে পারবো এটা জানা ছিল না। কিন্তু রেসিপিটা যত যতটুকু তৈরি করতে পেরেছি খেতে অনেক বেশি মজা হয়েছিল। এমনিতেই আমার কাছে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। তবে এবারের এই রেসিপিটাও অনেক বেশি ভালো লেগেছে। আমাদের পরিবারের সবাই মিলে খেয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

20241125_161840.jpg

উপকরণ

উপকরণপরিমাণ
চিনি৩০০ গ্রাম
ডিম৪ টা
সাবুদানা২ কাপ
আটা১ কাপ
কনডেন্সট মিল্ক১/২ কাপ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20241125_224746.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি কিছু সাবুদানা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে নিলাম। এরপর এগুলোকে চালনি দিয়ে চেলে পাউডার টাকে আলাদা করে নিলাম। এটা মূলত সাবুদানার আটা তৈরি করেছি।

IMG_20241125_224307.jpg

ধাপ 2️⃣

এরপরে আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম।
এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণে চিনি। এগুলো কিছুক্ষণের মধ্যেই ক্যারামেল হতে শুরু করেছে।

IMG_20241125_224333.jpg

ধাপ 3️⃣

চিনি গোলে ক্যারামেল হয়ে গেলে এরপরের মধ্যে অল্প অল্প পরিমাণে গরম পানি ঢেলে নিলাম। এরপরে পানি আর ক্যারামেলের মিশ্রণটা মিশিয়ে এরপর চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20241125_224348.jpg

ধাপ 4️⃣

এরপর একটি বাটিতে চারটা ডিম নিয়ে নিলাম। এরপরের মধ্যে কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ।

IMG_20241125_224405.jpg

ধাপ 5️⃣

এই দুইটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20241125_224416.jpg

ধাপ 6️⃣

এরপর আমি এর মধ্যে সাবুদানার আটা এবং কিছুটা পরিমাণে আটা তার সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20241125_224430.jpg

ধাপ 7️⃣

এরপর আমি এর মধ্যে একটু একটু করে ক্যারামেল গুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20241125_224446.jpg

ধাপ 8️⃣

এরপর আমি একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। এরপর এরমধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম।

IMG_20241125_224508.jpg

ধাপ ৯

এরপর চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে এর উপরে দিয়ে দিলাম। এরপরে আমি অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করবো। এরপর এটা হয়ে আসলে চলে থেকে নামিয়ে নিবো। এরপর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কেটে পরিবেশন করলাম।

IMG_20241125_224527.jpg

ফাইনাল আউটপুট

20241125_161921.jpg

20241125_161908.jpg

20241125_161857.jpg

20241125_161746.jpg

20241125_161840.jpg

20241125_161902.jpg

20241125_161951.jpg

20241125_162016.jpg

20241125_161900.jpg

20241125_161936.jpg

20241125_162001.jpg

আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

"নিজেকে নিয়ে কিছু কথা"

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

Banner.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 28 days ago 

বিবিখানা পিঠা খুবই সুস্বাদু খেতে। আর এটা ঐতিহ্যবাহী একটা পিঠা। আমি কখনো নিজে এটা তৈরি করিনি। যাই হোক আপনার কাছে রেসিপিটা দেখে ভালো লাগলো। পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুস্বাদু পিঠার রেসিপি শেয়ার করার জন্য।

 27 days ago 

আসলে এটা একটা ঐতিহ্যবাহী পিঠা। খেতেও অনেক বেশি দারুন।

 28 days ago 

দারুন সুন্দর একটি রেসিপির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন দেখে ভালো লাগলো। আপনার বানানো রেসিপিটি দেখেই জিভে জল আসছে। অসাধারণ দেখতে হয়েছে পিঠাগুলি। হয়তো সামনে থাকলে দুটো মুখে পুরাই দিতাম। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 27 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 28 days ago 

1000194447.jpg

1000194449.jpg

1000194451.jpg

 28 days ago 

আসলে এখন পর্যন্ত কোন দিন বিবিখানা পিঠা রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা পিঠা রেসিপি টি অসাধারণ হয়েছে ভাইয়া। পিঠা রেসিপি টি দেখে লোভ লেগে গেল আমার।

 27 days ago 

এই পিঠাগুলো সত্যি অনেক বেশি মজাদার হয়েছিল।

 28 days ago 

ডিমের কম্বিনেশন এর কারণে রেসিপিটা অনেক বেশি মজা লাগবে। পিঠা রেসিপি মানেই সেটা সুস্বাদু আর আপনি আজকে ভিন্ন ধরনের বিবিখানা পিঠা রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি তুলে ধরার জন্য ধন্যবাদ।

 27 days ago 

হ্যাঁ ভাই অনেক সুস্বাদু হয়েছে। খেতে জাস্ট চমৎকার লেগেছিল।

 28 days ago 

ঐতিহ্যবাহী পিঠার রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। পিঠা দেখে তো মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এটা দেখেই যেন লোভ সামলাতে পারছি না।

 27 days ago 

প্রতিযোগিতার কারণে মজাদার পিঠা তৈরি করে খেতে পারলাম।

 28 days ago 

বিবিখানা পিঠা রেসিপি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। এই পিঠা কখনো খাওয়া হয়নি। নতুন ধরনের একটি পিঠা রেসিপি শিখে নিলাম। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 27 days ago 

আপনি নতুন ধরনের পিঠা তৈরি শিখে নিতে পেরেছেন দেখে ভালো লাগলো।

 28 days ago 

বিবিখানা পিঠা এভাবে বানানো যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করতে হবে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

অবশ্যই তৈরি করবেন আপু। আশা করি খেতে দারুন লাগবে।

 28 days ago 

ভাইরে ভাই আপনার এই রেসিপি দেখে মনে বলছে এখনই বামুন্দি বাজার অথবা গাংনী বাজারে চলে যায় তন্ন তন্ন করে খুঁজে দেখি এমন রেসিপি পাই কিনা। অনেক রেসিপি দেখেছি কিন্তু এমন রেসিপির প্রতি আকৃষ্ট কেউ করতে পারিনি। অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 27 days ago 

এরকম অসাধারণ রেসিপি শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে।

 28 days ago 

বাহ বেশ দারুণ। পিঠা টা দেখতে যেমন লোভনীয় নামটাও সেরকম। বিবিখানা পিঠা প্রথম দেখলাম। দারুণ তৈরি করেছেন পিঠা টা ভাই। এবং প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 27 days ago 

আসলে এই রেসিপিটা দেখতে যেমন লাগছে খেতেও অনেক ভালো লেগেছে।