You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪২২ || ২টি মাইনাস মিলে যদি প্লাস হয়, ...... কি একটি ভালো কাজ হবে?

in আমার বাংলা ব্লগ3 months ago

দুইটি (-) মাইনাস মিলে যদি (+) প্লাস হয়, তাহলে দুইটি খারাপ কাজ করলে কি একটি ভালো কাজ হবে?

কথায় আছে না কাটা দিয়ে কাটা তুলতে হয়। আর এটার ক্ষেত্রেও ঠিক এরকমই😅। মাঝে মাঝে দেখা যায় খারাপ কাজের ক্ষেত্রেও পরবর্তীতে ভালো কিছু হয়🙂। এর জন্য যে খারাপ কাজ করতে হবে, এটা কোনো বিষয় না। অবশ্যই ভালো কাজ করা লাগবে।

Sort:  
 3 months ago 

খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন।