আমি তীব্র নিন্দা জানাই। যারা দেশ ধর্মের উপর আঘাত নিয়ে আসে তারা মানুষ নয়। তারা জন্তুর চাইতেও নিকৃষ্ট। যে মানুষ সে কোন দেশ বা জাতির ধর্ম বর্ণের উপর আঘাত আনতে পারেনা। পতাকা তো হতেই পারে না। যারা এ কাজটি করে তারা বিকলাঙ্গ, কুলাঙ্গার। জন্মের ঠিক আছে কিনা তাও সন্দেহ আছে। এটার চরম নিন্দা জানাই চরম চরম।