আপু প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আপনার শরীর এতটা খারাপ এটা শুনেই তো খারাপ লাগছে। অসুস্থ হলে একেবারেই ভালো লাগেনা। আর অসুস্থ হওয়ার পরই আমরা বুঝি সুস্থতা কত বড় নেয়ামত আল্লাহর দেওয়া। দোয়া করি আপু যেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। যেহেতু এখন আপনার আম্মু আর বোন আছে, আশা করি বাবুকে নিয়ে ততো ঝামেলা হবে না।
হ্যাঁ ভাইয়া আম্মু আছে ছোট বোন আছে তাই খুব একটা ঝামেলা হচ্ছে না। তাছাড়া একা থাকলে অবস্থা খারাপ হয়ে যেত আরো।