ভ্রমণ // শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ। (প্রথম পর্ব)
শুভ সকাল 🌅
আজ ২৫ ই ডিসেম্বর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
অফিসে একজন কলিগ ছুটি থাকায় গতকাল আমাকে দুই শিফটে ডিউটি করতে হয়েছে। আগামী শুক্রবার আমার একজন কলিগ এর বিয়ে, তাই সে বেশ কিছু দিন ছুটি কাটাবে। তার বিয়ে উপলক্ষে তার খালি জায়গাটুকু আমাকে পূরণ করতে হবে। তাই আগামী সপ্তাহে অফিসের কাজে খুব ব্যস্ত থাকবো। কাজ শেষ করে রাতে বাসায় আসার পর শরীর খুব ক্লান্ত হয়ে পড়ে, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তাই আমি গতকাল রাতে পোস্ট করতে পারিনি।
গত দুইদিন আগে আমার শ্রদ্ধেয় ইমরান হাসান ভাই কিছু দিনের জন্য ছুটি নিয়ে ময়মনসিংহে এসেছ। ইমরান ভাই খুব ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করতে খুব ভালোবাসে এবং বিভিন্ন নতুন জায়গায় ঘোরাঘুরি করতে তিনি খুব পছন্দ করেন। যেহেতু আমাদের ময়মনসিংহ সদরে ব্রহ্মপুত্র নদীর পাড়ে শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে তাই ইমরান ভাই ও আমার কলিগ সোহাগ ভাইকে সঙ্গে নিয়ে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করেছিলাম। সেখানে আমি খুব সুন্দর সময় অতিবাহিত করেছি। শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন দোকানে ঘুরেছি। এবং বেশ কিছু ফটোগ্রাফি করেছি। বাণিজ্য মেলায় ভ্রমণ তথ্য ও অনুভূতি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমাদের ময়মনসিংহে শহরে প্রতিবছর এই শিল্প বাণিজ্য মেলা এক মাস ব্যাপী হয়ে থাকে। সেই দীর্ঘ সময়ে ময়মনসিংহের প্রায় সকল জায়গার মানুষ মেলায় ভ্রমণ করেন। এবং তাদের পারিবারিক ও নিত্য প্রয়োজনে জিনিসগুলো পছন্দ অনুযায়ী কিনতে পারেন। মেলার গেটের সামনে থেকে প্রচুর মানুষের ভিড় ছিল। মেলাকে কেন্দ্র করে বিশাল আকৃতির গেট তৈরি করা হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি একটি অস্থায়ী গেট। হাই সিকিউরিটি ও গেটের ভিতর আমরা ২০ টাকা দিয়ে তিনটি টিকেট কেটে মেলায় প্রবেশ করি। ভেতরে ঢুকে দেখতে পায় হাজারও মানুষের সমাগম। ভেতরের পরিবেশ ঝাঁকঝমক লাইট ও ডেকোরেশন করে খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছিল। যেহেতু সন্ধ্যা ছিল তারপরও চেষ্টা করেছি কিছু ফটোগ্রাফি করার জন্য।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অনেক বড় এরিয়া নিয়ে শিল্প ও বাণিজ্য মেলা গড়ে উঠেছে। তাই আমি এক পাশ থেকে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করছিলাম। প্রথমেই দেখতে পেলাম একটি টেডি বিয়ারের দোকান। বিভিন্ন সাইজের ও রঙের টেডি গুলো দেখে ভীষণ ভালো লাগে আমার কাছে। বিশেষ করে ছোট বাচ্চাদের এ ধরনের টেডি গুলো সবচাইতে আনন্দের জায়গা।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শিল্প ও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান এবং রাইড গুলো। এক একটি দোকানে একেক রকমের জিনিস ছিল। কিছু সামনে গিয়ে দেখতে পাই আরো একটি দোকান। সেখানে সংসারের কাজের জন্য ও ছোটদের খেলাধুলার জন্য বিভিন্ন উপকরণ বিক্রি করছিল। দেখে আমার কাছে খুবই ভালো লাগে, তখন আমি ফটোগ্রাফি করেছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
কিছুটা সামনে গিয়ে দেখতে পারি বড় একটি নৌকা রাইড। নৌকা আমরা সব সময় পানিতে দেখে আসছি। কিন্তু এই নৌকা ছিল মাটির উপরে। একবার বাদিকে ও একবার ডাক দিকে উঠা নামা করে আনন্দ দেয়। আকর্ষণীয় লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে। সবাই এ নৌকায় দোল খাওয়ার জন্য উঠে পড়ে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও এই নৌকায় উঠে অনেক আনন্দ করছিল। আমি এই ধরনের নৌকায় উঠতে অনেক ভয় পাই এবং নিচে দাঁড়িয়ে একটি সেলফি নিয়েছিলাম। শিল্প ও বাণিজ্য মেলায় আনন্দঘন পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আমি মেলার সম্পূর্ণ জায়গায় ঘুরে দেখেছি, এবং অনেক ফটোগ্রাফি করেছি। পরবর্তী পর্বে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ | ভ্রমণ পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ। (প্রথম পর্ব) |
লোকেশন | কাচারি রোড , ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
রাইটার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন দেখেই ভালো লাগলো। মেলায় গিয়ে ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ঘুরাঘুরি করার মুহূর্তটা অনেক ভালো ছিল। অনেক সুন্দর করে আপনি মেলায় কাটানো মুহূর্তটার প্রথম পর্ব শেয়ার করেছেন। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বগুলোর জন্য।
জি ভাই মেলায় ঘোরাঘুরি করতে আমার কাছেও খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করেছেন দেখে ভালো লেগেছে। মেলায় গেলে এমনিতেই অনেক সুন্দর সময় কাটানো যায়। রাতের বেলায় মেলায় গেলে একটু বেশি সুন্দর লাগে। মেলার অপরূপ সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। প্রথম পর্ব টা দারুণভাবে শেয়ার করলেন। এখন অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
পরবর্তী পর্বগুলো আরোও বেশি আকর্ষণীয় হচ্ছে। আপু ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক কমেন্ট করে পাশে থাকার জন্য।
আজকে আপনি আমাদের মাঝে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ। (প্রথম পর্ব) শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে শীত আসলেই যেন মেলার ধুম পড়ে যায়। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই, আপনার জন্য শুভকামনা রইলো।
শীতকালে বিভিন্ন ধরনের মেলা বেশি দেখা যায়। তাই ভ্রমণ করে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত শেয়ার করার জন্য।
শিল্প এবং বাণিজ্য মেলায় আপনি খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। রাতের বেলা বিভিন্ন লাইটিং গুলো খুবই ভালো লাগছে দেখতে। নৌকা রাইড টা আমার ভীষণ পছন্দ। মেলায় গেলে আমারও এই রাইডে ওঠা হয়। প্রথম পর্ব টা দেখে ভালো লাগলো। বাকি পর্বগুলো দেখার অপেক্ষায় রইলাম।
নৌকা রাইড আমার কাছেও ভীষণ ভালো লাগে। তবে আমি ভয়ের কারণে উড়তে চাই না। ধন্যবাদ আপনাকে প্রশংসা মূলক মন্তব্য শেয়ার করার জন্য।
শীতকালে মেলায় ঘুরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। শিল্প ও বাণিজ্য মেলায় গিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন দেখছি। ম্যাজিক বোটগুলো দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া বিভিন্ন ধরনের দোকান দেখতে পেলাম। সবমিলিয়ে পোস্টটি দারুণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক কমেন্ট করার জন্য।
আপনার শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের প্রথম পর্ব পড়ে অনেক ভালো লাগলো। এসব মেলাতে গেলে অনেক কিছু দেখা ও জানা যায়। নতুন নতুন অভিজ্ঞতা হয়। দারুণ অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ।
জি ভাই নতুন নতুন অনেক কিছু দেখার অভিজ্ঞতা সৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।