জীবন এক যুদ্ধক্ষেত্র।
শুভ রাত্রি ...!
আজ ২১ ই নবেম্বর,
বৃহস্পতিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম জেনারেল রাইটিং পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
মানুষের জীবন মানেই যুদ্ধ। মানুষের জীবনে জয় পরাজয় আছে এবং থাকবে। এইসব কিছুর উপর দিয়ে যুদ্ধ করে যেতে হবে। কখনো সুখ দুঃখ এবং হাসি এবং কান্নার মধ্যে দিয়ে একজন মানুষকে তার জীবন পরিচালনা করতে হয়। শিশু অবস্থায় জন্মের পর থেকে অল্প অল্প করে বেড়ে উঠছে, সেও তার জীবনের সঙ্গে যুদ্ধ করে চলছে। এই যুদ্ধ কখনো শেষ হবার হয়। প্রতিটি মুহূর্তের অক্সিজেন তার কাছে খুবই দাম। সংগ্রাম করে যেতে হয় কখনো অন্যের সঙ্গে অথবা নিজের সঙ্গে। সকল বাধা বিপত্তির পর এগিয়ে যেতে হয়। অন্য দিকে জীবন পরিচালনা যত বেশি কঠিন হয়, তার ফল বেশি মিষ্টি হয়। সকল বাধা বিপত্তি পার হয়ে আমাদেরকে জয় লাভ করতে ভালোবাসার মানুষের সঙ্গে। মানুষের জীবনে প্রতিটি পদক্ষেপ এক একটি পরীক্ষা কেন্দ্র। হোক সে ছেলে কিংবা মেয়ে।
বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে থাকে। কখনো পরিবারের বোঝা কখনো বা বেকারত্বের সমস্যা মাথায় বড় বোঝা হয়ে দাঁড়ায়। সে সময় টাকা মানুষকে অমানুষ করে তোলে। কাছের মানুষগুলো হয়ে যায় পর। অতিরিক্ত লোভ ও লালসতা তখন অন্ধকার পথের দিকে পাড়ি দেয়। সে পথ থেকে ফিরে আসতে খুবই কষ্ট হয়। অনেকেই আবেগের ফলে মৃত্যুর কোলে ঢেলে পড়ে। আমাদের জীবনের মূল্য আমরা বুঝতে পারি না এবং জীবনকে পরিচালনা করার জন্য সামান্য চাকরি খোঁজার জন্য দিন রাত এক করে ফেলতে হয়। বিভিন্ন মানুষের কটুক্তি কথা খুব সহজে হজম করে ফেলতে হয়। কিছু বলার সাহস থাকা সত্ত্বেও বলা যায় না, সকলের মন রক্ষা করতে গিয়ে নিজের পথ ভুলে যাই। বাবা- মা, স্ত্রী এবং সন্তানের মুখে হাসি ফোঁটানোর জন্য সামান্য জীবন টুকু স্বর্গ করে দিতে হয়।
হ্যাঁ এটাই আমাদের জীবন ও যুদ্ধক্ষেত্র। জীবন এক যুদ্ধক্ষেত্র, তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয়, সে সঙ্গে পাড়ি দিতে হয় কঠিন পথ। যে পথের কোন শেষ নেই। সকল চাওয়া-পাওয়া অপূর্ন থেকে যায়। কখনো একাকীত্ব হয় জীবনসঙ্গী। মানুষ নামক যন্ত্রটি ক্লান্তিবিহীন ভাবে চলতে থাকে। তারপরও মানুষের মন পাওয়া যায় না। যখন একটু সুখের দেখা পাওয়া যায়। তখন আমাদের জীবনকে একটু রঙিন ভাবে গোছাতে শুরু করি। ঠিক তখনই মৃত্যু এসে আমাদেকে সবকিছু গুছিয়ে দিয়ে যায়। মনের আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়ার এক নিমিষেই সমাপ্তি ঘটে যায়।
এটাই হলো একজন মানুষের জীবন এবং যুদ্ধক্ষেত্র। একটি সময় আমরা সকল যুদ্ধে জয় হতে পারি, কিন্তু সে যুদ্ধের স্বাদ উপভোগ করতে পারি না। জীবন নামের রেল গাড়িটার কোনো নির্দিষ্ট স্টেশন খুঁজে পাওয়া যায় না। জীবন চলমান এবং চলতেই থাকবে। এই ছিল আমার আজকের আয়োজন। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।💞
বিভাগ জেনারেল রাইটিং। ডিভাইস শাওমি রেডমি ৯। বিষয় জীবন এক যুদ্ধক্ষেত্র। লোকেশন ময়মনসিংহ সদর, বাংলাদেশ। রাইটার @nazmul01।
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
https://x.com/nazmulhasanbd01/status/1859662534351126942?t=HqaBcBvGj6OgEWEWIvdSbw&s=19