স্বরচিত মুক্তগদ্য- আসছি - নীলম সামন্ত
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
আসছি
------------ নীলম সামন্ত
'আসছি' বলে যারা চলে গেছিল তারা আর ফিরে আসেনি কোনদিন। রেলিং-এ জং ধরেছে। বাদামী পায়রা জায়গা খোঁজে ঘর বাঁধার৷ ঘরটা যাদের ছিল তারা দুপুর দেখেনি৷ ভাত খাবার পরেই সূর্য উঠত। যৌবন পুড়ে যাওয়ায় তাদের আক্ষেপ ছিল না৷ না ছিল ঘামের গন্ধে।
এ ঘরে কোন আনন্দ নেই বছরের পর বছর। না আছে নিজেকে পরিষ্কার করার শব্দ। মেঝের কয়েকটা পায়ের ছাপ আর দেওয়ালে ঝুলে থাকা জিরাফের মুখ গুনে চলছে ঐশ্বরিক প্রহর। মরা গাছের পাতায় এখনও লেগে আছে নদীমুখ। কেউ যেন বলেছিল দক্ষিণ খোলা ঘর হলে ক্লান্তি হারিয়ে যায়৷ পুরনো ডাকটিকিটের মত আহ্লাদ জমা হয় বিছানার চাদরে। সে সব কি আর আজ আছে?
এরকমই একটা হু হু করা রাস্তার মোড়। এখান থেকেও অনেক মানুষ 'আসছি' বলে চলে যায়। কেউ ফেরে। কেউ ফেরে না৷ স্মৃতি বিস্মৃতির স্তর পেরিয়ে উঠে আসে কত অপমান, কালশিটে। সে সব কথা লিখতে গিয়ে লেখকদের জীবন চলে যায়। অথচ লেখকরাও জানেন প্রতিদিন সকালে রাস্তা ঝাঁটানোর সময় পরিষ্কার হয়ে যায় বেলাশেষের ফাঁকি।
ফাঁকি কে আর দেয় না৷ সরু সরু গলিপথ ধরে একদিন সনপাপড়িওয়ালা আসত। চুলের বিনিময়ে সনপাপড়ি৷ তারা ডাক দিত চিৎকার করে। গলার স্বর মিলিয়ে যেতে যেতে বুঝতাম ডাকও লম্বা হয় মানুষের হিসেবে৷ একদিন বলেছিল বুড়ির চুল আনবে৷ গোলাপী আর হলুদ রঙের৷ সে আসেনি। দীর্ঘদিন সে আসেনি৷ আজও দেখি রাস্তায় কত ফেরিওয়ালা।পায়ে পায়ে বাদামের খোসা। ছেলে মেয়ে হাত ধরে যায়। হাসে৷ ঝগড়া করে। ফুল বিনিময় করে কিনে নেয় আলিঙ্গনের বিকেল।
এর পরেও রাস্তায় কত অদৃশ্য বাউল। চোখে বায়নাকুলার দিই। দূর দূর যত রাস্তা বা ঘর দেখা যায় সেগুলোতে বেড়ে উঠছে হাহাকারের সংসার। রোদ জলে পচে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ থেকে গেল না যে আলোর পাশাপাশি অন্ধকারেরও খবর নেবে৷ যার নিজস্ব দুপুর থাকবে গেরুয়া রঙের৷ সেখানে নিজেকে সামান্য মুহুর্ত মনে করে মোমের দহন প্রক্রিয়ায় গড়ে তুলব ব্যক্তিগত দুপুর আর ছাদ বাড়ি৷ তারপর 'আসছি' বলে দীর্ঘ হাসিমুখ রেখে তাদের মত আমিও চলে যেতাম৷ একেবারে৷
পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
কলমওয়ালা | নীলম সামন্ত |
ছবিওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/neelamsama92551/status/1870509833038032940?t=E5QFAN31d2x4aPHZEXpe3g&s=19