১০১ ট্রন স্টেকিং|| স্টেকড ট্রন দিয়ে ভোটদান|| রিওয়ার্ড পাওয়া

in আমার বাংলা ব্লগ25 days ago

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,



আশাকরি আপনারা বেশ ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। দেশে এসে সর্দিটা বেশ জাঁকিয়ে বসেছে, তাও আমার গাড়ি চলছে এইটেই খুশির খবর৷ যাইহোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।



White Simple Music Icon Etsy Banner_20241030_131527_0000.png

বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এনেছি আমার স্টেকড করা ট্রনের গল্পগাছা৷ একদিন হ্যাং আউটে RME দাদা বলেছিলেন ট্রন স্টেকিং-এর কথা। তারপর @alsarzilsiam সিয়ামের পোস্ট দেখে সেটা অনেকখানি বুঝলেও আমার ঝুলিতে TRX ছিল না যা দিয়ে আমি স্টেকিং করতে পারি। তাই আমাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়৷ তারপর কিছু স্টিম জমা হবার সাথে সাথেই আমি সামর্থ অনুযায়ী কিছু পরিমান স্টিম বাইনান্সে নিয়ে গিয়ে TRX কনভার্ট করেছিলাম। তারপর পদ্ধতি অনুযায়ী ট্রন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিই। এই ভাবে আমি TRX পেলাম।

স্টেকিং কেন করব?

আমি যখন ট্রন অ্যাকাউন্ট খুলে পুস কিনি আমার একেবারেই এনার্জি ছিল না৷ কিন্তু সময়ের সাথে সাথে ব্যান্ডউইথ ছিল পুরোটাই। ট্রন অ্যাকাউন্ট থেকে কেনাবেচা করতে হলে আমাদের এনার্জি দরকার। স্টেকিং এমন একটা পদ্ধতি যা করলে আমরা এনার্জি পাবো। এছাড়াও স্টেকিংয়ের পর আমরা বেশ কিছু ভোট দিতে পারব যা থেকে আমাদের অল্প পরিমান TRX রিওয়ার্ড হিসেবে অ্যাকাউন্টে আসবে৷ আজ আমার পোস্টের মাধ্যমে সেই সব কিছুই ধাপে ধাপে দেখাবো। আমার অ্যাকাউন্টে আগে 4 TRX ছিল আমি সেইটাকেই ট্রায়াল হিসেবে স্টেকিং করে তারপর 101 স্টেক করেছি। পূর্বে যেহেতু 4 TRX স্টেক করেছিলাম ও ভোট প্রদান করেছিলাম সামান্য রিওয়ার্ড এসেছে তাই ওটাও দেখাতে পারব।

আসলে আমাদের প্রত্যেকেরই উচিত সামান্য সামান্য করে জমানো। এবং টাকা ফেলে না রেখে সঠিক উপায়ে কাজে লাগানো। স্টেকিং সেরকমই একটা পন্থা বলে আমি বুঝেছি।

আর কথা বাড়াবো না চলুন দেখাই কিভাবে স্টেক করেছি।

ধাপ-১

InShot_20241030_121448723.jpg

  • আমি প্রায় 101 TRX নিয়ে এসেছি ট্রন অ্যাকাউন্টে যা অ্যাভেলএবল TRX হিসেবে দেখাচ্ছে৷

InShot_20241013_180529668-removebg-preview.png

ধাপ-২

InShot_20241030_121626252.jpg

  • ডানদিকে ওপরের অংশে স্টেক অপশন আছে সেখানে ক্লিক করার পর এই পেজটি খুলেছিল।

  • আমি যেহেতু ১০০% স্টেক করব তাই ১০০% এ ক্লিক করেছি।

  • তারপর তলায় কালো বারের ওপর লেখা স্টেক অপশনে ক্লিক করেছি।

  • কনফার্ম অপশন এলো সেখানে কনফার্ম করার পর পাসওয়ার্ড চাইল। তা দিলাম।

  • এবং সম্পন্ন হল স্টেকিং পদ্ধতি।

InShot_20241013_180529668-removebg-preview.png

ধাপ-৩

InShot_20241030_121754256.jpg

  • স্টেকিং সম্পন্ন হওয়ার পর এই পেজটি এলো যেখানে তলার দিকে ভোট অ্যান্ড গেট ইয়েল্ডস অপশন রয়েছে৷ আমি এই অপশনে ক্লিক করে ভোট প্রদান করব৷

  • এখানেও কনফার্ম ট্রানসাকাশন অপশন আসবে৷ সেটিতে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইল। তা দেওয়ার পর ভোট প্রদান সম্পন্ন হল।

InShot_20241013_180529668-removebg-preview.png

ধাপ-৪

InShot_20241030_121926390.jpg

  • এরপর হোম পেজে গিয়ে ভোট অপশনে ক্লিক করেছি। স্ক্রিনশটের পেজটা এসেছিল। কোনার দিকে ক্লেইম রিওয়ার্ড অপশন আছে। ওইখানে ক্লিক করার ফলে আমার উল্লিখিত রিওয়ার্ড. 002 TRX পেলাম।

InShot_20241013_180529668-removebg-preview.png

এই ভাবে স্টেকড ট্রন দিয়ে ভোট দেওয়ার পর নিয়মিত ভাবেই রিওয়ার্ড পাওয়া যাবে৷

স্টেক করার পর আমার বর্তমান এনার্জি অনেকখানি প্রায় ১২৮৩। আগে ছিল শূন্য।

আশাকরব আমার এই পোস্টটি আপনাদের কাছে মূল্যবান হবে কারণ যারা স্টেকিং করেন না তারাও উৎসাহিত হয়ে করতে পারবেন৷

স্টেক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের প্রিয় RME দাদার ব্লগ কিভাবে ট্রন স্টেকিং করবেন ? (How to stake tron to earn rewards) লিংকে ক্লিক করলে পাওয়া যাবে৷

ধন্যবাদ RME দাদা। ধন্যবাদ সিয়াম।

বন্ধুরা আজ তবে এ পর্যন্তই। আপনারা আনন্দের সঙ্গে সাথে থাকুন পাশে থাকুন। আবার আসব অন্য কোন লেখা নিয়ে।

টা টা

1000205476.png


1000216462.png

পোস্টের ধরণট্রন স্টেকিং
ছবিওয়ালানীলম সামন্ত
মাধ্যমস্যামসাং এফ৫৪
লোকেশনপূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
ব্যবহৃত অ্যাপক্যানভা, ইনশট


1000216466.jpg


১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে


1000192865.png


~লেখক পরিচিতি~

1000162998.jpg

আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾


1000205458.png

PUSS_-_1.jpg

new.gif

PUSSfi.png

1000205505.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 25 days ago 

বাহ ট্রন স্টেকিং করেই নিলেন দেখছি। আর সেই সাথে এনার্জিও গেইন করলেন। বেশ ভালো লাগলো দেখে। আশাকরি আপনার এই পোস্ট পড়ে অনেকেই ট্রন স্টেকিং করবে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 24 days ago 

আপনিও করবেন৷ বেশ মজাই লাগে নতুন জিনিস শিখতে৷