স্বরচিত কবিতা - নীলম সামন্ত
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,
সমস্ত ভারতবাসী এবং বাংলাদেশের বাঙালি সহযাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, সব দিক থেকে ভালোও আছেন। আপনাদের সবার ভালো থাকা কামনা করে শুরু করছি আজকের ব্লগ।
কেমন আছেন বন্ধুরা? আপনি আপনারা সবাই সুস্থ আছেন আর ভরপুর শীতের আমেজ নিচ্ছেন নানান ধরনের টাটকা সবজি খেয়ে এবং পিঠে পুলির মাধ্যমে। এখানেও বেশ ভালই শীত পড়েছে। খুব না হলেও খারাপ না। হাত-পা শুকিয়ে যাচ্ছে বারবার বোরোপ্লাসের কথা মনে পড়ছে।
আমি প্রতি সপ্তাহেই আপনাদের জন্য একটি করে কবিতা নিয়ে আসি। অবশ্যই যে সপ্তাহে একটি কবিতা লিখি তা নয় কবিতা যখন লিখতে মন চায় তখনই লিখি কখনো রোজ লেখা হয় আবার কখনো পনের দিনেও একটা হয় না । তবে নিয়মিত কবিতা লিখলে লেখার হাত ভালো হয়। অগ্রযে কবিরা সবসময় বলেন নিয়মিত কবিতা লিখতে।
ভালো কবিতা লিখতে হলে বেশ কিছু ভালো কবিতা আগে পড়া দরকার। যত পড়বো ততই শব্দভাণ্ডার বাড়বে এবং লেখার গঠনশৈলী সম্পর্কে বিবেচনা বোধও বাড়বে। এই কারণেই আমি যখনই ফাঁকা সময় পাই নিত্য নতুন কবিতার বই পড়ে থাকি। যার ফলে যে কোন কবিতা বই রিভিউ করাও আমার পক্ষে সহজ হয়ে ওঠে।
আজকে আপনাদের জন্য যে কবিতাটি নিয়ে এসেছি তা বেশ কয়েকদিন আগে লেখা। এবং খুবই সহজ সরল ভাষায়। ভালোবাসায় দেওয়া নেওয়া বেঁচে থাকা এবং বাসার সাথে ভালো থাকা নিয়েই কবিতাটি লিখেছিলাম। এখানে প্রতিটি লাইনে আছে ভালোবাসার মানুষের প্রতি মানুষের অনুভূতি কেমন হওয়া উচিত। নির্ভরতার আয়না দেখেছি প্রতিটা শব্দকে। আশা করবো আপনারাও পছন্দ করবে না আমার আজকের কবিতা।
ভালোবাসা- ভালোতে বাস
--------------------------------------- নীলম সামন্ত
কাউকে দিতে হলে ফুল দিও,
ব্যাগ কিংবা তোয়ালা দিও না।
যদি কখনও ভালোবাসা ফুরিয়ে যায়
দীর্ঘশ্বাসের ভার বইতে পিঠ ভাঙবে না৷
ভাবতেই পারো আমি চতুর।
তবে তোমার প্রতি এই আকস্মিকতা
বারবার মনে করিয়ে দেয় —
ভালোবাসতে হলে রোজ নতুন করে ভালোবাসো।
শরীরের পালক খসে গেলে
আন্দোলন করবে না কেউ;
অহেতুক অভিশাপ জ্বলে উঠলে
পোশাক বদলাবো।
কিন্তু ভালোবাসাকে আবারও ভালবাসব।
নতুন করে স্বপ্ন দেখব,
যেখানে ঈশ্বর নেমে আসবেন উলঙ্গ রাজার বেশে।
তারপর তেজপাতায় প্রিয় নাম লিখে ভাসিয়ে দেব
সমুদ্রে, নদীতে, পুকুরে।
ভাবতেই পারো আমি সুবিধাবাদী।
কিন্তু হতাশার বমি গড়িয়ে এলে কিভাবে প্রমান করব
স্নো পাউডারে চাপা পড়ে আছে
তোমার চিবুকের মিথ্যে তিল?
যা দেখা যায় তা ফুটপাতেই কেনা।
উন্নত পোশাক পরার অছিলায় দেখিয়ে দাও
স্তনে দাঁতের দাগ।
অথচ তুমি ফিরে যাচ্ছো একা
পুরোপুরি স্বাধীনতা উদযাপনের দেশে;
যেতে যেতে খুলে ফেলছ নকল কানের দুল, মালা, চুড়ি...
আক্ষেপের ভারে অন্ধ।
বুঝতে পারছ না ভালোবাসার গায়ে এখন গুটিবসন্ত ;
আঙুল, চোখ সবকিছুর সামনেই আমি,
শুধু আমি।
আমার আত্মা পিতল থালায় গুছিয়ে তুলছে পরমান্ন
নাটক শেষের পর
ঘন্টা পড়ার পর
নতুন করে ভালোবাসব,
নতুন করে প্রেমকে পাখি নাম দিয়ে উড়তে দেব
সেও জানবে ভালোবাসলে কিভাবে
পৃথিবীর গাছগাছালিরা স্বাধীনতার ব্রহ্মে ফুল ফোটায়।
এই ছিল আমার আজকের নিবেদন। আবার আসবো আগামীকাল অন্য কিছু নিয়ে। আজকের ব্লগ এখানেই শেষ করছি।
টা টা।
পোস্টের ধরণ | ক্রিয়েটিভ রাইটিং, কবিতা |
---|---|
ছবিওয়ালা | নীলম সামন্ত |
মাধ্যম | স্যামসাং এফ৫৪ |
লোকেশন | পুণে,মহারাষ্ট্র |
ব্যবহৃত অ্যাপ | ক্যানভা, অনুলিপি |
১০% বেনেফিশিয়ারি লাজুকখ্যাঁককে
~লেখক পরিচিতি~
আমি নীলম সামন্ত। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, পত্রসাহিত্য ইত্যাদিতে মনোনিবেশ করেছি৷ বর্তমানে 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের ব্লগজিন ও প্রিন্টেড উভয় জায়গাতেই সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছি। কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছি। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি৷ ভারতবর্ষের পুনে-তে থাকি৷ যেখানে বাংলার কোন ছোঁয়াই নেই৷ তাও মনে প্রাণে বাংলাকে ধরে আনন্দেই বাঁচি৷ আমার প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আমার বাংলা ব্লগ পরিবারের সব্বাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ ভালো থাকুন বন্ধুরা। সৃষ্টিতে থাকুন।
আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আমার কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম৷ ধন্যবাদ জানাই আপু।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। ভাল থাকবেন৷
https://x.com/neelamsama92551/status/1859194542840222149?t=izpz3y4W2espOVTfz2wmwA&s=19
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। খুবই সুন্দরভাবে সহজ সরল ভাষায় কবিতার লাইনগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে ভালোবাসতে হলে প্রত্যেকটা মানুষের মাঝে আবেগ প্রবণতা থাকতে হবে তা না হলে ভালোবাসা কখনোই সম্ভব না আমি মনে করি। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের মন্তব্যে উৎসাহ পাই আরও লেখার। আপনারা পড়েন বলেই লেখার সার্থকতা। ভালো থাকবেন৷
আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাষায় কবিতাটি লিখেছেন। যার কারণে পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার নামটি আমার কাছে কবিতার নামের মতো লাগে অনেক সুন্দর নাম আপু। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন, আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো ভালোবাসা নিয়ে লেখা কবিতা পড়তে কার না ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।