RE: ক্রিয়েটিভ রাইটিং (গল্প) || প্রবাসীদের জীবনে দুঃখের কোনো সীমা নেই(দ্বিতীয় পর্ব )
প্রবাসী সবাইকে কষ্ট করে থাকতে হয়। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মতো বা ধরুন নিজের দেশের মতো সুখ বাইরে কোথাও নেই। ওখানে ভিসার সমস্যা, পরের দেশে পরের মতো করে বাঁচা খুবই কষ্টের। আমি বেশ কিছুদিন সিঙ্গাপুরে থাকার কারণে দেখেছিলাম, বাংলাদেশ থেকে অনেক লোকজন কাজের জন্য ওখানে গিয়ে থাকতেন। লিটিল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে যেখানে সমস্ত বাঙ্গালীদের ভিড় এপার বাংলা ওপার বাংলার। ওখানে গিয়ে কথায় কথায় জেনেছিলাম ওই দাদা রা কি কষ্ট করে এখানে থাকেন। সামান্য দিনমজুরের কাজ করে, দিনের শেষে একটা হোস্টেলের মত জায়গায় একটা ঘরের মধ্যে অনেকে মিলে কোনভাবে দিন যাপন করে টাকা বাঁচায়। কারণ তাদের দেশে টাকা পাঠাতে হয় সেখানে তাদের পরিবার-পরিজন আছে। সবাই ভাবে বোধহয় বিদেশের খুব আনন্দ করেই থাকে। কিন্তু নিজের বাড়ির লোকজনকে ছেড়ে অন্যের মাটিতে পড়ে থাকা আরেক কঠিন জিনিস।
আপনার ব্লগটি পড়ে অনেক কিছু মনে পড়ে গেল। ভালো থাকবেন দাদা৷
এমনিতে দক্ষিণ কোরিয়াতে প্রবাসীদের জন্য বাসস্থানের ব্যবস্থা বেশ ভালোভাবেই করা হয়। তবে কোম্পানিতে প্রচুর পরিশ্রম করতে হয়। যাইহোক গল্পটা পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।