You are viewing a single comment's thread from:

RE: ☆꧁ "সাথী রান্না ঘরে"সুইট ম্যাস ম্যালো" তৈরির অনুভূতি ও গল্প"꧂☆

in আমার বাংলা ব্লগ2 months ago

রান্নার রেসিপি অনেকের শেয়ার করেন৷ তোমার রেসিপির মধ্যে অভিনব বিষয় হলো এখানে রেসিপি পরিবেশনের চমৎকার সাহিত্য৷ একজন আসল ক্রিয়েটিভ পারসন এমনই হয়। চমৎকার লাগল তোমার রেসিপিটি।

Sort:  
 2 months ago 

রতনে রতন চেনে বুঝলে। এগুলো উপলব্ধি করার মতো মেধা লাগে। আর মেধার সঠিক মূল্যায়ন সবখানে হয় না। চেষ্টা করি সাহিত্যের রূপ ছড়িয়ে দেয়ার। আর এই চেষ্টা অব্যাহত থাকবে সব সময়। খুব বেশি ভালো থেকো শুভ কামনা সব সময়।

 2 months ago 

মেধা একটা জায়গায় পৌঁছে গেলে তা নেমে যায় না৷ আমি যখন কবিতা লিখি বা যেকোন বিষয়ে প্রবন্ধ বা গদ্য লিখি, চলতি কথায় লিখতে গেলে নিজের মস্তিষ্ক পুষ্টি হয় না৷ বা যেকোন সাধারণ বিষয়ে সাধারণ ভাবে লিখলেও শান্তি হয় না৷ ভাবি আমার লেখা একজনও যদি পড়ে সে কি পাবে? যদি সে সমৃদ্ধই না হল তবে আমার লিখে কাজ নেই৷ 😊😊 চালিয়ে যাও বন্ধু। নিজের আলো কোন কিছুর বিনিময়ে মলিন যেন না হয়৷