You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪১

in আমার বাংলা ব্লগ2 months ago

ভালোবাসা মস্ত আকাশ।

একাকীত্বের বেদনায় যখন শরতের মেঘ হানা দেয়
ভালোবাসা বলে কুড়িয়ে তুলেছি,
পরম যত্নে বুকের ভেতর অনন্তের স্বাদ।

ভালোবাসাই পরম...

অপূর্ব ভোরের আলো মেখে দমকা হাওয়া হয়ে ঢুকে পড়ে,
দাবার ছকে তখন ঘোড়া ছুটে যায়—
চুপটি করে দেখি পায়ের কাছে লুটিয়ে আছে
আলিঙ্গণের সাত রঙ।

ভালোবাসা আশ্চর্য হাওয়াকল
জগতের অমূল্য।

...ভাবছ সহজে হাসিল করবে?
সাধনা যে বড় দুর্গম
বড্ড দামী...

Sort:  
 2 months ago 

অসাধারণ