RE: আবোল তাবোল জীবনের গল্প [ আইন ]
আইন ভঙ্গ করা বা কোন কিছু তোয়াক্কা না করে নিজের মতো চলাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু সভ্যতার উন্নয়নের কারণে মানুষকে সমাজবদ্ধ জীব হিসেবে গণ্য করা হয় এবং সমাজের উন্নত প্রাণী হিসেবেও সভ্যতা মেনে নিয়েছে। সমাজবদ্ধ জীব হওয়ার কারণে কিছু সামাজিক নিয়ম যা সামাজিক জীবনযাত্রাকে সহজ করে তোলে সেইগুলোই আইন হিসেবে প্রত্যেকটি রাষ্ট্রে নিজের নিজের মতো করে লিপিবদ্ধ আছে। আপনি দেখবেন আমাদের এই দিকে মানে বাংলাদেশ বলুন বা ভারতবর্ষেও আমি লক্ষ্য করেছি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো আইনের বিপরীতে গিয়ে কাজ করা। মানে নিজের সাহসিকতার পরিচয় দেওয়াই ভাবে। এদের প্রতি অত্যন্ত কঠিন না হলে এদের লাইনে আনা যায় না। কারণ এই স্বাভাবিক প্রবৃত্তি আর পাঁচজনের জন্য অনেক ক্ষতিকারক। সমাজের থেকেও বন্য মানুষের মতো আচরণ দিনকে দিন বেড়ে চলেছে। এভাবেই তো আমরা আর ওই রসাতলে তলিয়ে যাচ্ছি। আসলে আমাদের সরকার বা নেতা বা যাই বলুন তারা কিছু করতে পারবে না যদি না আমরা পরিবর্তিত হই৷ অথচ ভেবে দেখুন আগের থেকে এখন মানুষ বেশি স্কুলে যায়, বেশি পড়াশুনো করে। কিছু বলার নেই৷