তাহলে ভাবুন, এই বিজয়ের জন্য যারা আত্মহত্যাগ করেছিল তারা এসব দেখলে হয়তো হার্টফেইল করে মরে যেত। আসলে লড়ে ছিল এক সতেজ স্বপ্ন বুকে নিয়ে। কিন্তু দিন যত গেছে সেই সব স্বপ্নই ও জানে হালকা হয়ে পালকের মত উড়ে গেছে। আর মানুষের পর মানুষ প্রজন্মের পর প্রজন্ম কেবল উন্মাদনা স্রোতে ডুব সাঁতার দিয়ে যাচ্ছে।
যথার্থ বলেছেন দিদি।