এই সংসারে খুবই কম মানুষজন আছে যারা অন্যের জন্য চিন্তা ভাবনা করে। মূলত মানুষ যখন কারোর কথা ভাবে সেই ভাবনার মধ্যেও তার নিজের স্বার্থ জড়িয়ে থাকে। তাই আজকাল মানুষের কাছে কিছু আশা করাই অন্যায় যেন।
শুরুর দিকটা পড়ে আমি মনে মনে হাসছিলাম, কোন কারনে আমি যদি আমার মেয়েকে বকাঝকা করি সে শুধুমাত্র বকাঝকাটাই ধরে রাখে সে যে একটা কোন কাণ্ড ঘটিয়েছে যার ফল স্বরূপ বকছি, সেটা আর বোঝেনা। 😃😃