এই ধরনের চিন্তা ভাবনাটা আমরা সবাই কমবেশি ভেবে থাকি। কথায় আছে না? মানুষ যাহা চায় তাহা ভুল করে চায় যা পায় তারা চায় না। সেরকম আর কি। তবে একটা কথা খুব সত্য কোন ব্যাপারেই এক্সট্রিমিসড বা অতিরিক্ত ভালো নয়। তাই অনেক ঠান্ডা ও আমরা হজম করতে পারি না আবার অনেক গরম আমরা হজম করতে পারি না। সবকিছুই যদি পরিমাণ মতো বা মাঝারি মানের হতো তাহলে চলতে বা মানিয়ে নিতে কোন অসুবিধা হতো না। শুধু আবহাওয়া নয় আপু আমাদের স্বভাব চরিত্রগুলোও তাই।