জীবনের নানা অভিজ্ঞতা এবং নানান বোধ নিয়ে আপনি বেশ কয়েকটি অণুকবিতা লিখেছেন। প্রতিটি অণুকবিতাই ভালো লাগলো। আসলে বোধের কবিতা ভালো লাগে বেশি। জীবন তো নানা ধরনের অভিজ্ঞতা দেয়, সেগুলি কাজে লাগাতে হয় এবং সেখান থেকে শিক্ষাও নিতে হয়। লেখার ধরন আপনার বেশ ভালো।