You are viewing a single comment's thread from:

RE: হ্যাপি নিউ ইয়ার ২০২৫ (Happy New Year 2025)

in আমার বাংলা ব্লগ7 days ago

প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই দাদা। মজার বিষয় শেয়ার করি। গত রাতে আমি স্বপ্ন দেখলাম আপনি ৩১ শে ডিসেম্বরে বিশাল পার্টির আয়োজন করেছেন। সেখানে আমার বাংলা ব্লগের সকলে রয়েছে। আর সবাইকে সারপ্রাইজ করার জন্য আপনি অ্যানাউন্স করলেন পুস কয়েন নোটস হিসেবে এসছে। আর আপনি আমাদের সবাইকেই নোটস দেখালেন।

আমি যেই আপনার হাত থেকে একটা নোট নিলাম কোথা থেকে যেন কেউ মিয়াও করে ডেকে উঠল! 😂🤦‍♀️

স্বপ্নের কি অবস্থা! হা হা হা

যাইহোক আপনি আমি বলে কিছু হবে না মদের ফোয়ারায় দুনিয়া উচ্ছন্নে যাবে। আর আমরাও প্রতি ৩১এ ডিসেম্বর শব্দের জ্বালায় ঘুমোতে পারব না। আর হাজার স্বার্থপরের মাঝে পিষে গিয়েও বাঁচার চেষ্টা চালিয়ে যাব৷ নিজের জন্য না বাকিদের নূন্যতম পাশে থাকার জন্য।