You are viewing a single comment's thread from:

RE: কেটে গেল ব্যস্ততম একটি দিন

in আমার বাংলা ব্লগ4 days ago

সংসদের সব কাজেই সবাই সবার পাশে থাকলে জীবন অনেক বেশি সহজ হয়ে ওঠে। দেশে তো তাও কাজের লোক পাওয়া যায় কিন্তু বিদেশে একা হাতে সব করাটা সত্যিই খুব কষ্টের। আপনি ঠিকই বলেছেন বাসায় লোকজন এলে এতো রান্না বান্না বাসন-কোসন সবকিছু করা খুব সমস্যার হয়ে ওঠে সেক্ষেত্রে ভাইয়া আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সাহায্য করেছেন এবং এই কাজ সবাই করে থাকে । বিদেশের পরিবেশটাই এমন যে মানুষকে শিখিয়ে দেয়। পাশ্চাত্যের এই সংস্কৃতি টা আমার ভীষণ ভালো লাগে। আপনি অনেকগুলো পদ রান্না করেছেন আপু। বাসায় গেস্ট এলে কিভাবে যে এতগুলো পদ রান্না হয়ে যায় সেটা আমিও ভাবি। এভাবেই সবার সাথে আনন্দে কাটুক আপনার নতুন বছরের সমস্ত দিন।