হাঁস কিনতে চর এলাহি যাওয়া অতঃপর বোনের বাসায় হাঁস পার্টির আয়োজন।
অফিস শেষ করে দুপুরে বাড়ি গেলাম তারপর খাওয়া-দাওয়া শেষ করে আবার অফিসে আসলাম। পরবর্তীতে বিজয়কে অফিসে রেখে
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হাঁস কিনতে চর এলাহি যাওয়া অতঃপর বোনের বাসায় হাঁস পার্টির আয়োজন। |
---|
আফিস থেকে চলে গেলাম বাড়িতে বৃষ্টিকে আনার জন্য। তখন সে রেডি হলো আর নিভৃতকে রেডি করিয়ে নিল। এরপর আমরা রওনা দিলাম বোনের বাসার দিকে।
এরপর আমি স্বল্প সময়ের মধ্যে বোনের বাসায় পৌঁছে গেলাম। যেহেতু সে আমাদের বাজারেই বাসা ভাড়া থাকে, ওই হিসেবে আমরা যেতে বেশি সময় লাগেনি। আর সত্যি বলতে মাঝে মাঝে বাজারে কোন কাজে দেরি গেলে তার বাসায় খাওয়া দাওয়া করতাম। যাইহোক সেদিন সন্ধ্যায় আমরা তার বাসায় গেলাম।প্রথমেই নাস্তার ব্যবস্থা করা হয়েছিল নাস্তা শেষে এরপর শুরু হল পিকনিকের আয়োজন মানে হাঁস পার্টি।
কিছুটা পিকনিক পিকনিক ভাব আসলো। কারণ শীতকালে হাঁসের মাংস খাওয়া রুটি দিয়ে সেটা আসলে পার্টির চাইতে কোন অংশে কম নয়।যাইহোক অনেকক্ষণ গল্প করলাম এরপরে শুরু হয়ে গেল রান্নাবান্নার কাজ। তখন বৃষ্টি ও আমার বোন দুজন মিলে রান্না বান্না শুরু করে।এরপর আমরা গল্প গুজব করতে করতে প্রায় হাঁসের মাংসও হয়ে গেল।
পরবর্তীতে আমি আর আমার বোন বাসাথেকে বের হলাম। কারণ আমার একটা ভাগিনা মাদ্রাসায় পড়ে তাকে মাংস আর রুটি দিয়ে আসার জন্য দুই ভাইবোন বের হলাম।প্রথমত সে কিছু মাংস একটি বক্সে নিল তারপর আমরা রওনা হলাম।এরপর একটা হোটেলে বাসার জন্য রুটি অর্ডার দিলাম। আর দুটো পরোটা আমাদের সাথে নিয়ে মাদ্রাসায় ভাগিনাকে দিয়ে আসতে গেলাম।
এরপর আসার সময় বাকিরুটি গুলো নিয়ে আমরা বাসায় পিরলাম। পরবর্তীতে আমার দুলাভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যেহেতু ভাই আসলে একসাথে বসবো। তবে ভাই আসতে একটু লেট হবে তাই বলছে আমাদেরকে খেয়ে ফেলতে। তখন আমরা বললাম না যেহেতু এটা পার্টি হচ্ছে সবাই মিলে বসে একসাথে খাবো তাই আর আমরাও তখন খাওয়া দাওয়া করলাম না।
দেখতে দেখে প্রায় দশটা বেজে গেল।দশটার দিকে ভাইয়া বাসায় আসলো। তখন ফ্রেশ হয়ে সবাই মিলে বসলাম খাওয়া-দাওয়া করার জন্য। মোটামুটি খাওয়া-দাওয়া শুরু হয়ে গেল।এদিকে নিভৃত বাবুকেও খাওয়ানো হচ্ছে, সে আবার মাংসের চাইতে রুটি বেশি পছন্দ করেছিল। আমার বিষয়ে একটু আলাদা আমার রুটি চাইতে হাঁসের মাংস বেশি পছন্দ।
কারণ হাঁসের মাংস আমি আগে থেকে অনেক বেশি পছন্দ করতাম এবং আমার খুব ভালো লাগে খেতে। তাই আমি হাঁসের মাংস একটু বেশিই খেয়েছি মনে হয়।যাইহোক খাওয়া-দাওয়া শেষে সবাই আবারো গল্প গুজব করলাম। এরপর যার যার রুমে আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন বোন দুলাভাই আমাদেরকে থাকতে বলল। কিন্তু বাড়িতে কাজ আছে তাই আর থাকা হলো না।
আর আমিও অন্য বিষয় নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি। তাই বললাম এখন না অন্য সময় আসবো। এটা বলে তাদের সাথে কথাবার্তা বলে সকালবেলা নাস্তা করে বিদায় নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে।তো বন্ধুরা এই ছিল বোনের বাসায় হাঁস পার্টির আয়োজন।কষ্ট করে ব্লগটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | পুশ । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1873549953790001597
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া শীতকাল আসলে হাঁসের মাংস দিয়ে কোন পার্টি দিলে খেতে বেশ মজা লাগে। আপনি দেখতেছি আপনার বোনের বাসা পার্টি দিয়েছেন। মাঝেমধ্যে আমরা নিজেরাও এরকম পার্টি দেওয়ার চেষ্টা করি। আপনার বাগিনার জন্য মাদ্রাসাও নিয়ে গেলেন। হাঁসের মাংস দিয়ে মজার রেসিপি করেছেন ।এবং সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। আমার তো হাঁসের মাংস ভীষণ পছন্দ। বোনের বাসায় খুব ভালোভাবে হাঁসের পার্টি দিয়েছেন দেখছি। রুটি দিয়ে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। স্বাদের জিনিস একটু বেশিই খাওয়া হয় ভাই হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।