কবিতা আবৃত্তি শীতের সকাল।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- শীতের সকাল।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
শীতের সকাল।
আবৃত্তিঃ-
@nevlu123
https://youtube.com/shorts/YwsH-OEho6g?si=ETfHu9mpMsyRuQtH
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
শীতের সকালের মিষ্টি রোদ্দুরে,
বসে আছি আমি।
সূর্যটা উঁকি দিয়ে,
দিচ্ছে আমায় হাতছানি।
মায়াময় এই মিষ্টি আলোয়,
আঁখি পেতে আমি, তোমার অপেক্ষায়।
তুমি এসে দিবে ইশারা,
আমি যে তারই প্রতীক্ষায়।
তোমার তুমিতে আমায়,
দিও একটুকু ঠাঁই।
আমার আমি তো তুমি ছাড়া,
আর তো কেউ নাই।
মন আমার বড়ই আজিব,
তোমায় পেতে চায়।
তুমি আবার হন্য হয়ে,
নিজেই নিজের কাঠগড়ায়
মনের মায়ায় আমি তোমায়,
বেঁধে রাখতে চাই।
স্বয়নে স্বপনে আমি ও গো,
তোমায় খুঁজে পাই।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শীতের সকাল কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি কবিতার প্রতিটি লাইন সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। কবিতা পড়ে এবং কবিতা টি আবৃত্তি শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো রিয়াদ ভাই ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🏔️🏝️
শীতের সকালের কবিতাটি দারুন ছিল। আপনি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আসলে শীতের দিনের অনুভূতি গুলো অন্যরকম হয়ে থাকে ।বর্তমান প্রচন্ড শীত পড়ছে। প্রিয় মানুষের অনুভূতি জানানোর বিষয়টি আপনার কবিতা আবৃত্তির মধ্যে ফুটে উঠেছে।
সুন্দর ও সাবলীল গোছালো মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। শীতের অনুভূতিমূলক এই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করেছেন, অসাধারণ ছিল।
আপনার চমৎকার ও সাবলীল মন্তব্য করে খুব ভালো লাগলো ধন্যবাদ।
সপ্তাহে একটি করে গান বা কবিতা লিখলে পোস্টটা দেখতে অনেক সুন্দর লাগে । আসলেই আপনি অনেক সুন্দর ভাবে আজকে আমাদের মাঝে শীতের সকাল নিয়ে কবিতা লিখেছেন। আসলেই কবিতার লাইন গুলো অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
আসলে আপনাদের সহযোগিতা এতদূর ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1865601866228449741
শীতের সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পেরে ভীষণ ভালো লাগছে ভাই। আপনি সবসময় আমাদের মাঝে চমৎকার সব কবিতা আবৃতি নিয়ে হাজির হন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ সবসময় পাশে থেকে সাপোর্ট করার জন্য। ্
শীতের সকালের সৌন্দর্য নিয়ে খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ সুন্দর। আর আপনিও চমৎকারভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি শুনে ভালো লাগলো। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ,।
ঠিক বলেছেন ভাইয়া গান কবিতা হচ্ছে মনের তৃপ্তি এবং মনের খোরাক। আজকে আপনি খুব সুন্দর করে শীতের সকাল কবিতাটি আবৃত্তি করেছেন।শীতের সকাল কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে কবিতা আবৃত্তি এবং গান গাইতে হলে সাহস ও ধৈর্য লাগে। সুন্দর করে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জামাল ভাই।