কবিতা আবৃত্তি:- মানবতা আজ হারিয়ে গেছে।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- মানবতা আজ হারিয়ে গেছে।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
মানবতা আজ হারিয়ে গেছে।
আবৃত্তিঃ-
@nevlu123
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মানবতা আজ হারিয়ে গেছে
পড়েছে হুমকির মুখে।
অমানবিকতার চাপাতলে মানুষ,
মরছে ধুকে ধুকে।
বিবেক বুদ্ধি সবার যেন,
হারাচ্ছে দিন দিন।
মানবতার অভাবে চলছে,
যেনো অমানবিকতার ঋণ।
তবু মানুষ বুঝেনা যে,
কোনটা ভালো মন্দ।
অপরাজনীতির দাপটে তারা,
হয়ে আছে যে অন্ধ।
সঠিক দিশা তুলে ধরার,
মানুষের বড়ই অভাব।
মারামারি কাটাকাটি সব,
অমানুষ দেরই স্বভাব।
জিনিস পত্রের দাম আজ,
নেইকো নিয়ন্ত্রণে।
কাকে বলবো দুঃখের কথা,
লোকে জানে জনে জনে।
দেশের জন্য জীবন মরণ,
দেশের জন্য হাজির।
একটুখানি সুযোগ পেলেই,
ধরে ফেলি দেশের নামেই ভাজি।
অদ্ভুত সব স্বভাব যেন,
আছে আমাদের মাঝে।
চিন্তায় মগ্ন হয়ে আমি,
ভাবি সকাল সাজে।
এভাবেই কি চলতে থাকবে
বিশ্ব রাষ্ট্র ব্যবস্থা?
যদি এভাবে চলতে থাকে,
কি হবে মোদের অবস্থা?
কে আছে সবার মাঝে,
পৌঁছে দেবে মানবতা।
মানবতা ছাড়া মানুষ,
মানুষ নামেই অযথা।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
🙏🪄🙏
https://x.com/Nevlu123/status/1868120401911710140
ওয়াও দারুন একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া।আপনার কন্ঠে গান কভার ও কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের কবিতাটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
পলাশ ভাই ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন সব সময়।
বেশ ভালই করছেন ভাইয়া সপ্তাহে একটি করে কান অথবা কবিতা শেয়ার করার চেষ্টা করে। এতে করে আমরা আপনার কন্ঠের প্রতি সপ্তাহে যেকোনো ধরনের গান অথবা কবিতা শুনতে পারবো। আজকে খুবই দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু সব সময়ের মত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আপনি বেশ দারুন ভাবে কবিতা টি আবৃত্তি করেছেন।পুরো কবিতা টি একদম সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবৃত্তি করেছেন।
ধন্যবাদ সব সময়ের মত সুন্দর মন্তব্য করার জন্য।।
সময়ের সাথে সাথে মানবতা সত্যি হারিয়ে গেছে। আর সেই মানবতার অভাবে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি অনেক ভালো লাগলো। দারুন হয়েছে।
একদম ঠিক আপু মানবতার অভাবে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
একদম ঠিক কথা বলেছেন ভাই সময়ের সাথে সাথে মানবতা সত্যি হারিয়ে গেছে। সাধারণ একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে কবিতাটি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতাটি আবৃত্তি করেছেন।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সব সময়,।
অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি লক্ষ্য করে দেখেছি আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে।
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।,
ভাই আমাদের মধ্যে মানবতার যেন নেই, হারিয়ে গেছে। যাকে আমাদের উপকার করি,তারই আমরা অপকার করে থাকি মানবতা যেন আমাদের মধ্যে নেই। আপনার কবিতা আবৃত্তি শুনতে পেয়ে যেন ভালো লাগলো। সত্য বাস্তবতা নিয়েই এই লেখা কবিতাটি।
অনেক অনেক ধন্যবাদ আলিফ।