মনে আমার ঝড়ো হাওয়া।(কবিতা আবৃত্তি)
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- মনে আমার ঝড়ো হাওয়া।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
মনে আমার ঝড়ো হাওয়া।
আবৃত্তিঃ-
@nevlu123
https://youtube.com/shorts/XbSjugyAM9s?si=vv5C4Ry_-jDhsIu6
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মনে আমার ঝড়ো হাওয়া,
আকাশে করেছে মেঘ।
যখন-তখন নামবে বৃষ্টি,
ঝরবে সব আবেগ।
বাতাস যেন আপন কেউ,
কানে কানে বলে সব।
পাখিরা আবার দল বেঁধে,
করে কলরব।
বিশালতার উপমা যে,
সে আজ অনেক দূরে।
যার কারণে মনটা আমার,
আজও শুধু পুড়ে।
বৃষ্টি ঝরে ঘরের চালে,
পাখিরা চিন্তিত ডালে।
মনের বৃষ্টি কেউ দেখেনা,
ঝরে শুধু অশ্রু ক্ষরণ কালে।
আমি আবার বৃষ্টি প্রেমি,
বৃষ্টি ভালোবাসি।
মনের দুঃখ লুকিয়ে রেখে,
বৃষ্টিতে গিয়ে কাঁদি।
বৃষ্টি আমায় লুকিয়ে রাখে,
তার ওই বৃষ্টির জালে।
নিজেকে তাই বিলিয়ে দেই,
সেই মধুর বৃষ্টিরও কালে।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
"মনে আমার ঝড়ো হাওয়া" কবিতার লাইন গুলো বেশ সুন্দর। আর আপনিও খুব সুন্দর ভাবে পুরো কবিতাটা আবৃত্তি করেছেন। মুগ্ধ হয়ে গেলাম আপনার কবিতা আবৃত্তি শুনে। বরাবরের মতোই দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
এটা সত্যি বলেছেন ভাই গান কিংবা কবিতা হচ্ছে মনের খোরাকি। আপনি আজকে অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
এটা সত্যি যে গান অথবা কবিতা এগুলো মনের খোরাকি।যাইহোক আপনি বরাবরই সুন্দর সুন্দর কবিতা আবৃতি আমাদের মাঝে শেয়ার করেন।আপনার কণ্ঠে কবিতা আবৃতি শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার কন্ঠে কবিতা আবৃত্তি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি নতুন কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো কবিতা টি সাজিয়ে গুছিয়ে আবৃত্তি করার চেষ্টা করেছেন।
https://x.com/Nevlu123/status/1873937411866321277
আপনার কন্ঠে আবারো একটি কবিতা আবৃত্তি শুনতে পেলাম।খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। এই কবিতাটি শুনতে পেয়ে ভাল লাগল।।
মনে আমার ঝড়ো হাওয়া কবিতাটি আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি খুবই দুর্দান্ত হয়েছে। মিষ্টি কন্ঠে এতো চমৎকার ভাবে কবিতা আবৃত্তি করেছেন সত্যি বেশ দুর্দান্ত হয়েছে। আপনার কবিতা আবৃত্তি করার দক্ষতা বেশ ভালো । ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কবিতা আবৃত্তির শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা আবৃতি করেছেন। আজকে আমার কাছে ভালো লেগেছে।