সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটিস।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সুপারওয়াক এ আমার ৭ দিনের একটিভিটিস। |
---|
যখন থেকে সুপার ওয়াক এই সফটওয়্যারটি আমাদের কমিউনিটিতে পাবলিশ করা হয়, তখন থেকে এটি ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছিলাম।এরপর থেকেই এই অ্যাপের কাজ বোঝার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত নিজের হাঁটাহাঁটির একটিভিটি গুলো এখানে রেকর্ড হতে দেখলাম এবং সেগুলো স্ক্রিনশট নিতে শুরু করলাম।
তবে এই অ্যাপটিতে দুটো অপশন রয়েছে একটি হচ্ছে ব্যাসিক মোড, আরেকটা হচ্ছে প্রো মোড়। তবে আমরা বেশিরভাগ বেসিক মোড় ইউজ করেছি। আর ব্যাসিক মোড ইউজ করেই আমি প্রতিদিন এদিক-ওদিক হাঁটাহাঁটি করি, বা কর্ম ব্যস্ততায় যতটুকু চলাফেরা হয় সবটাই এই অ্যাপের মাধ্যমে রেকর্ড হয় এবং সেগুলি স্ক্রিনশট করে রেখে দিতাম প্রতি সপ্তাহে ৭ দিনের একটিভিটি নিয়ে একটি পোস্ট করবো বলে।
আসলে এই ধরনের অ্যাপের সাথে আমি আরো আগে পরিচিত। কারণ এই অ্যাপের অবর্তমানে আরেকটি অ্যাপ ছিল সেটা হচ্ছে একটিফিট।এই একটিফিট অনেক আগে ইউজ করতাম তবে এটি এখনোও সচল রয়েছে তবে সম্ভবত সেটি হাইব প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত। অনেক বছর এই একটিফিট ইউজ করেছিলাম, তবে এখন সেটা বাদ দিয়ে সুপার ওয়াক ব্যবহার করছি। আমার কাছে দুটো সফটওয়্যারই বেশ ভালো লেগেছে।
তবে সুপার ওয়াক বেশি ভালো লেগেছে কারণ এখানে দুটো অপশন রয়েছে প্রো এবং বেসিক। বলতে গেলে এটা একটিফিট থেকে অনেক বেশি আপডেট।যাইহোক আমি প্রতি সাতদিনের একটিভিটি আপনাদের মাঝে তুলে ধরলাম যেখানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কতটুকু একটিভিটি হয় সবই দুটি স্ক্রিনশটের মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি আপনারা আমার এই ব্লগ দেখে অবগত হবেন। চলুন তাহলে এইবার স্ক্রিনশট গুলো দেখে নেয়া যাক।
কষ্ট করে ব্লগটা পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। যাইহোক কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | সুপার ওয়াক। |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1874126613572706510
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে এই অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আমাদের হাটাহাটির অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে গিয়েছে। তার মাধ্যমে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। যেটা সত্যিই আমাদের জীবনের জন্য খুবই উপকারী। অনেক ভালো লাগলো আপনার অ্যাক্টিভিটি দেখে। যেটা আমিও প্রতিনিয়ত শেয়ার করার চেষ্টা করছি।
আপনার এত সুন্দর একটিভিটিস দেখে বেশ ভালো লেগেছে ভাইয়া। হাঁটাহাঁটি আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। এতে শরীর যেমন সুস্থ থাকবে তেমন নিজেও ভালো থাকতে পারা যাবে। আপনার গত সপ্তাহের একটিভিটিস দেখে খুশি হলাম।
আমরা প্রত্যেকটা দিন কম বেশি হাঁটাহাঁটি করে থাকে। তবে নতুন এই কার্যক্রমে অংশগ্রহণ করে আরো একটু ভালো লাগা খুঁজে পেয়েছি এবং হাটাহাটির প্রবণতাটা যেন বেড়ে গেছে। সেখানে আপনি গত সপ্তাহের এক্টিভিটিজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার একটিভিটি দেখে অনেকটা ভালো লাগলো আমার। বেশ অনেক হাঁটাহাঁটি করেছেন আর ভালো এমাউন্ট অর্জন করেছেন।
ভাইয়া ভালো লাগলো আপনার সুপারওয়াক এর একটিভিটিস পোস্ট দেখে। আমরা যদি একটু হাঁটাহাঁটি করি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আর স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। আসলে আমি নিজেও চেষ্টা করে মাঝেমধ্যে হাঁটার। আর সুস্থ থাকার জন্য আমাদের হাঁটাহাঁটির বিকল্প কিছু নেই।
Nominated 💧
অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd