স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি।তবে আজকে কিছু অনু কবিতা নিয়ে উপস্থিত হলাম।মূলত কবিতা লিখতে ও পড়তে ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কিছু অনু কবিতি শেয়ার করতে।
আজকে প্রথমে ভেবেছিলাম অন্য কোন পোস্ট করবো, তবে সময় না পাওয়াতে চিন্তা করলাম অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। আর সেজন্যই মূলত আজকে ছোট ছোট অনু কবিতার মাঝে অন্ত মিল রেখে কিছু অনু কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের এই অনু কবিতাগুলো ভালো লাগবে।
আসলে কবিতা লিখতে অনেক ভালো লাগে তবে কবিতা সব সময় লিখতে পারা যায় না। কারণ কবিতা লেখার জন্য কিছুটা সময় ব্যয় করতে হয়, কিছুটা আনমনে কল্পনা করতে হয়। মাঝে মাঝে কিছু কিছু লাইন লিখে আবার কেটে ফেলতে হয়। আবার মাঝে মাঝে একটি লাইনের সাথে আরেকটি লাইন বা ছন্দ মিলিয়ে এগিয়ে নিতে হয় কবিতার লাইন গুলোকে। এতে করেই কবিতা সম্পূর্ণতা লাভ পায়।
তবে অনু কবিতার ক্ষেত্রে কিছু মজার বিষয় হলো, ছোট ছোট লাইনের মধ্যেই অন্তমিল রেখে মনের ভাব প্রকাশ করা যায়। মূলত কবিতাই হচ্ছে এমন যেখানে নিজের মনের অকথিত কিছু কথা সহজেই তুলে ধরা সম্ভব।তাইতো মাঝে মাঝে এরকম কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরি। যাইহোক আজকে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কবিতা।আশা করছি অনু কবিতাগুলো আপনাদের ভালো লাগবে।
স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
আমার এই রুপ দেখে,বুঝনা আমায় ভুল।
সবার অবহেলার এটা এক মাশুল।
ছিলাম না আমি এমন, আগে কোনদিন।
পরিস্থিতি আমায় কঠোর বানাচ্ছে দিনদিন।
অনু কবিতা-২
অজস্র ভুল লুকিয়ে আছে মনের আড়ালে,
সহস্র স্মৃতি আড়ালে রেখে রয়েছি হাসিমুখে,
ভুল ঠিকানায় গিয়েছিলাম বলে কষ্ট পেলাম,
আজও অচেনা পথে গিয়ে সুখের খোঁজ করি,
জানা নেই পাব কি সুখের দেখা কোনো অজানায়।
অনু কবিতা-৩
জীবন মানে কি আজও অজানা,
জীবনের ছোঁয়ায় সব অচেনা,
প্রিয় থেকে অপ্রিয় হয়ে উঠে কেউ,
জীবন নদীতে বয় কষ্টের উত্তাল ঢেউ।
অনু কবিতা-৪
জীবনের তাগিদে নিজেকে,
এগিয়ে নিতে হবে বহু দূর।
সেথায় বাধা,কষ্ট,হতাশা,
করে নিতে হবে সব সুমধুর ।
তবেই মিলবে কষ্টের ভালো ফসল।
এটাই সফলতার মুল মন্ত্র আসল।
অনু কবিতা-৫
অবহেলা করেছো আমায়,
মনে তাই কষ্টের পাহাড়।
ভালো চাইলাম সবার তাই,
মুল্য দিলেনা কেউ তার।
ভিন্ন আঙ্গিকে কিছু অনু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কেমন বা কতটুকু ফুটে উঠেছে জানিনা। তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এত টুকুই আশা করি সামনে আরও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে আপনাদের সাথে হাজির হবো। আর কবিতায় যদি কোন প্রকার ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোস্টের ধরণ | অনু কবিতা |
খুবই দারুণ অনু কবিতা লিখেছেন আপনি। আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়তে পারি। আমি নিজেও মাঝে মাঝে অনু কবিতা লিখার অনেক বেশি চেষ্টা করি। কিন্তু আপনাদের মত হয়তো এত সুন্দর হয় না। সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখা এই অনু কবিতা গুলো পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে এবং ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লিখেছেন এই অনু কবিতা গুলো। ভিন্ন রকমের কিছু অনুভূতি তুলে ধরেছেন অনেক সুন্দর করে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সবগুলো অনু কবিতা লেখায় বেশি ভালো লেগেছে। আপনার লেখা কবিতা প্রতিনিয়ত পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
বরাবরের ধারাবাহিকতায় আজকেও আপনি সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন। যে অনু কবিতাগুলির মধ্যে একজন অবহেলিত প্রেমিকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যেখানে অবহেলিত একজন প্রেমিকের মনের দুঃখ কষ্টগুলোকে অনু কবিতার মাধ্যমে নিখুঁতভাবে প্রকাশ করেছেন আপনি। প্রত্যেকটা অনু কবিতা ভীষণ ভালো লেগেছে আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাগুলো শেয়ার করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে স্বরচিত একগুচ্ছ অনু কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আসলে যেকোনো বিষয় সম্পর্কে কবিতা লিখতে হলে নিজেকে অনেক সময় ধরে সেই বিষয় সম্পর্কে ধারণা এবং ভাবনা চিন্তার মধ্যে রাখতে হয়। এত সুন্দরভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1861223941999861760
ছোট ছোট লাইনের মধ্যে অনেক সুন্দর এবং অর্থবহ কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা গুলো প্রায় সময় পড়া হয়। খুব সুন্দর লিখেন আপনি। আজকের সবগুলো অনু কবিতা ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
অসাধারণ কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাষায় কবিতায় লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবহেলা করলে যে কেউ ভীষণ কষ্ট পায়। আর কাছের মানুষ যদি অবহেলা করে, তাহলে তো কষ্টের সীমা থাকে না। যাইহোক অণু কবিতা গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। প্রথম এবং শেষের অণু কবিতা দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।