You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১১২

in আমার বাংলা ব্লগlast year

মনের অতলে তোমার,কি আছে বলো ?
মন প্রাণ উজাড় করে,ভালবাসি চলো।
ভালোবাসতে দুজনের,নেই কো কোনো বাধা।
ভালোবেসে গড়বো মোরা,একটি গোলক ধাধা।

এই গোলোকে হারিয়ে যাব,আমরা দুজন মিলে।
ভালোবেসে বাইবো নৌকা,নদ-নদী আর ঝিলে।
ভালোবাসায় থাকতে পারে, সুখ-দুঃখ ঝড়।
থাকবো দুজন একসাথে,যতই আসুক বিপদ।

এক বুক ভালবাসা,আমার হৃদয় জুড়ে।
তোমার জন্য ওগো,আমার মনটা যে পুড়ে।
উড়ন্ত জোনাকির,জ্বলন্ত আলো।
তুমি ছাড়া এক মুহূর্ত,লাগে না যে ভালো।