You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৮
অদ্ভুত সব খেয়ালে তুমি ধরা দিলে,
যাও তবে কোথায় মুখ লুকিয়ে,
তোমার জন্য গেঁথেছি আমি বকুল ফুলের মালা,
চেয়ে থাকি তুমি নিবে কি খোঁপায় জড়িয়ে।
অদ্ভুত সব খেয়ালে তুমি ধরা দিলে,
যাও তবে কোথায় মুখ লুকিয়ে,
তোমার জন্য গেঁথেছি আমি বকুল ফুলের মালা,
চেয়ে থাকি তুমি নিবে কি খোঁপায় জড়িয়ে।
প্রিয়জনের খোঁপায় বেলি ফুলের মালা কিংবা বকুল ফুলের মালা জড়িয়ে দেয়া সত্যি অনেক ভালো লাগার। দারুন লিখেছেন ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু।