স্বরচিত কবিতাঃ শীতের চাদর।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ শীতের চাদর।
শীত এলো শহর জুড়ে।
কুয়াশায় ঘেরা গ্রাম।
চারিদিকে সতেজতায় ঘেরা,
ভরে গেল মন প্রাণ।
কনকনে শীত পড়ছে,
ছোট্ট শহর জুড়ে।
সকাল বেলায় নিজেকে হারাই,
ঘন কুয়াশার ভিড়ে।
খানিকটা পর সূর্য মামা,
পুব আকাশে দেয় উঁকি।
সেই উঁকিতে কুয়াশার দল,
দেয় যে তারা ফাঁকি।
মিষ্টি রোদের ঝলকানিতে,
আলোকিত হয় সব।
চারিদিকে পশুপাখির ডাক,
আর মানুষের কলরব।
সবুজের সমারহ চারিদিকে,
মাঠে-ঘাটে ভরা সবুজ ফসলে।
এই যেন সবুজের চাদরে ঘেরা,
এক সবুজ সতেজ রাজ্য।
কবিতার মর্ম কথা |
---|
শীত আমার অনেক ভালো লাগে শীত এলে মনের মাঝে অন্য রকম সুখ অনুভূত হয়।শীতের সময় সব কিছু ভালো লাগে তাই শীত নিয়ে আজকে এই কবিতাটি লিখলাম। আর নিজের মাঝে শীতের কিছু অনুভূতি এই কবিতাটিতে আপনাদের মাঝে শেয়ার করলাম । আর আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
***
VOTE @bangla.witness as witness
OR
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
শীতকালটা আমারও খুব ভালো লাগে। পুরোটা শীতকাল উৎসবের মতো মনে হয়। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Nevlu123/status/1868843411970965514
ওয়াও ভাই শীতের চমৎকার অনুভূতি নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন পড়ে ভালো লাগলো। শীতের সময় এ প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
শীত আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। অনেক সুন্দর অনুভূতি থেকে আপনি আজকের এই কবিতা লিখেছেন, এটা দেখে খুব ভালো লাগলো। শীতের অনুভূতি গুলো সত্যি খুবই সুন্দর হয়ে থাকে। আর এই অনুভূতিগুলোকে কবিতার মাধ্যমে তুলে ধরলে অনেক সুন্দর হয়।
ওয়াও দাদা৷ শীতের অনুভূতি নিয়ে চমৎকার ছড়া লিখেছেন আপনি। আপনার কবিতায় শীতের আবহাওয়া ও প্রকৃতির রূপ উঠে এসছে। যা সত্যিই ভীষণ মনোরম।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
"শীতের চাদর" কবিতাটা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শীতকালের সৌন্দর্য আমার খুবই ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইনে শীতের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। খুব সুন্দর শব্দ এবং ছন্দ সাজিয়ে কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতের অনুভূতি নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।আমার নিজের ও শীতের সময় টা অনেক ভালো লাগে। কবিতার নামটি দারুন ছিল ভাই সেই সাথে কবিতার প্রতিটি লাইন। অনেক ধন্যবাদ ভাই দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।