অনু-কবিতা :- ১১৪

in আমার বাংলা ব্লগ4 months ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার লেখা আর একটি অনু-কবিতা আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17322433263336196543267939257214.jpg



সোর্স


এই পৃথিবীতে যারা কষ্ট করতে পারে তারা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে। আসলে পৃথিবীর মানুষ সবসময় একটু আরাম জীবন যাপনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। আসলে তারা যদি জীবনে একবার কষ্ট থেকে বের হয়ে এসে উন্নতির দিকে উঠে যেতে পারে তখন তাদের আর কখনো পিছনে দেখে ফিরে দেখাতে হয় না। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে খুব নিম্ন শ্রেণি থেকে আজ উপরের দিকে উঠে এসেছে। আর তাদের পরিবার তাদেরকে কখনো একটু সাহায্য করতে পারেনি। কেননা তাদের পরিবারের অবস্থা তখন বেশি খারাপ ছিল। আসলে এইসব মানুষদের জীবনের সংগ্রাম যদি আপনি কখনো কারো কাছ থেকে জানতে পারবেন তখন আপনার মধ্যে আলাদা ধরনের একটা অনুভূতি চলে আসবে।


আসলে আমরা যদি সামান্য চেষ্টা করতে পারি তাহলে জীবনে অবশ্যই বড় হতে পারব। কেননা এই পৃথিবীতে চেষ্টা দ্বারা সবকিছুই সম্ভব। আর যারা সব সময় চেষ্টা করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনের প্রত্যেকটা বাঁধা-বিপত্তিকে উপেক্ষা করে চাওয়ার মত মন মানসিকতা রাখতে পারে তারাই কিন্তু জীবনে বড় হতে পারে এবং এর মাধ্যমে তারা অবশ্যই পৃথিবীর উন্নতির শিকড়ে পৌঁছে যেতে পারে। একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আপনার বিপদের সময় কিন্তু কেউ আপনার কখনো পাশে এসে দাঁড়াবে না। অর্থাৎ আপনার যখন বিপদ কেটে যাবে এবং আপনার জীবনের সুখ শান্তি পুনরায় চলে আসবে তখন কিন্তু সবাই আপনার পাশে পুনরায় চলে আসবে।


কেননা এই পৃথিবীতে দুঃখের সময় কেউ পাশে না থাকলেও সুখের সময় সবাই কিন্তু পাশে থাকে। আর এজন্য আমরা যতই দুঃখ কষ্ট সহ্য করি না কেন আমরা কিন্তু আমাদের লক্ষ্য থেকে কখনো পিছিয়ে আসবো না। আসলে কষ্ট করলে যেমন কেষ্ট মেলে তাই কষ্টকে সঙ্গী করে আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সংগ্রাম করে বেঁচে থাকার মত কঠোর মনোবল তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে পিছনের দিকে ফিরে দেখাতে হবে না। আর এর ফলে জীবনে আমরা অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করব এবং মানুষের সাহায্যে সব সময় এগিয়ে আসব।


✠ ০১ ✠


কষ্টগুলো শুধু বাড়তে থাকে,

নিজের কষ্ট নিজের ভেতরে থাকে।

কষ্টের ভাগ কেহ নিতে চায় না,

কষ্টের জন্য আর বাঁচা যায় না।


এই পৃথিবীতে যারা কষ্ট করে,

তারা পরবর্তীতে আনন্দে থাকে।

সময়কে নষ্ট করে যারা বসে থাকে,

তারা বাকি জীবনটাতে কষ্টে থাকে।


পৃথিবীতে সফলতা অর্জনের জন্য,

সবাই দিনরাত অনেক পরিশ্রম করে।

পরিশ্রম করলে জীবনে সার্থকতা মেলে,

পাশে থাকবে তখন সবাই মিলে।


✠ ০২ ✠


কষ্টের সময় কেউ পাশে থাকে না,

সবাই পাশে থাকে সুখের সময়।

নিজের কষ্ট নিজেকেই দূর করতে হবে,

আপনার কষ্টকে শুধু দূর করবে না।


এই পৃথিবী একটা আজব জায়গা,

যেখানে সবাই সবার স্বার্থ বড় করে দেখে।

স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না,

স্বার্থ ফুরালে সবাই কেটে পড়ে।


তাইতো নিজের মনোবল বাড়িয়ে,

সামনের দিকে এগিয়ে যেতে হবে।

যতই বাঁধা বিপত্তি আসুক না জীবনে,

সবকিছুকে কাটিয়ে উপরে উঠতে হবে।


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

সবাইকে ধন্যবাদ।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 months ago 

এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কষ্টের বিকল্প কিছু নেই। যে যত বেশি পরিশ্রমী জীবনে উন্নতি তার তত বেশি হয়। যাই হোক ভাইয়া আপনার আজকের অনু কবিতাগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। দুই নম্বর অনু কবিতাটি আমার কাছে বেশি বাস্তবসম্মত মনে হয়েছে। লাইনগুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

1000017774.png

1000017773.png

 4 months ago 

আজকে আপনি আবারো আমাদের মাঝে আপনার স্বরচিত কোনো কবিতাগুলো শেয়ার করেছেন। ছোট ছোট এই কবিতার মধ্যে মনের সুন্দর ভাব লুকিয়ে থাকে। যখন যে বিষয়ে মনের মধ্যে কবিতা লেখার অনুভূতি আসে তখনই লিখা হয়ে যায়। তাই আমিও এই জাতীয় কবিতাগুলোকে বেশ পছন্দ করে থাকি।

 4 months ago 

এটা ঠিক দাদা আমাদের কষ্টের ভাগ কেউ নিতে চাই না। ঐগুলো আমাদের নিজেদেরই বয়ে নিয়ে যেতে হয়। চমৎকার লাগল আপনার লেখা এবং কবিতা টা। মানুষ যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে হয়তো তার দ্বারা সবকিছুই সম্ভব। অনেক সুন্দর লিখেছেন আপনি।

 4 months ago 

অসাধারণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো।জীবন মানেই কষ্ট।জীবনের সফলতা লাভের জন্য কষ্টের কোন বিকল্প নেই। কষ্টের সময় কেউ পাশে থাকে না আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকেনা। বাস্তবতাকে কেন্দ্র করে দারুন লিখেছেন ধন্যবাদ দাদা অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।