খুঁজবে কি আমায়। কবিতা নং :- ১২৪
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে দুটি মন যদি এক হয় তাহলেই সেখানে ভালোবাসা হয়। অর্থাৎ দুটি মানুষ যদি দুটি মানুষকে সবসময় কাছে পেতে ইচ্ছা করে অথবা কাছে পেতে চায় তাহলে তাদেরকে কেউ কখনো আলাদা করতে পারে না। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভালোবাসা দেখে থাকি। যে ভালোবাসায় বিপরীত দিক থেকে সবসময় দুর্বল থাকে সেই ভালোবাসা কখনো সঠিকভাবে পূর্ণতা পায় না। আসলে ভালোবাসার ক্ষেত্রে আমরা যদি আমাদের প্রিয় মানুষটিকে সবসময় মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং তাদের কাছে পাওয়ার জন্য সব সময় চেষ্টা করি তাহলে সেই মানুষটা আমাদের ছেড়ে কখনো দূরে থাকতে পারবেনা। এই পৃথিবীতে আমরা বহু জায়গায় বহু মানুষকে দেখেছি যারা কিনা ভালবাসার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে।
আসলে ভালোবাসা যেখানে মূল্যায়ন না পায় সেখানে শুধুমাত্র কষ্ট ছাড়া আর কোন কিছুই থাকেনা। আসলে এই পৃথিবীতে আমরা একটা জিনিস সব সময় লক্ষ্য করে দেখেছি যে যারা সবসময় আপন মানুষটিকে দূরে রাখতে পছন্দ করে তারা তাদের আপন মানুষটিকে কখনো মন প্রাণ দিয়ে ভালবাসেনি। আসলে মন প্রাণ দিয়ে যদি ভালোবাসা না যায় তাহলে সেই ভালোবাসার ক্ষেত্রে শুধুমাত্র কষ্ট ছাড়া আর কোন কিছুই থাকে না। আরেকটা আছে জোর করে ভালোবাসা। যে ভালোবাসায় অপর মানুষটি আমাদেরকে কখনো ভালোবাসে না সেখানে যদি আমরা ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি তাহলে সেই ভালোবাসার মানুষটি আমাদের জীবনে আসলেও আমরা কখনো একটুও সঠিকভাবে সুখ শান্তি উপভোগ করতে পারব না।
আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আমাদের ভালোবাসাকে যাতে সঠিকভাবে পূর্ণতা পায় এবং আমাদের ভালবাসার মধ্যে যেন কোন প্রকার ভেজাল না থাকে। কেননা ভালোবাসায় যদি একবার কোন ধরনের সন্দেহ বা অবিশ্বাস চলে আসে তাহলে সেই ভালোবাসা কখনো সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কেননা ভালোবাসার মানুষটিকে যদি আমরা ভালোবাসার বাঁধনে আটকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই এই ভালোবাসার মানুষটিকে আপন করতে পারব এবং আমাদের মত সুখী মানুষ আর একটি এই পৃথিবীতে হবে না। আর এজন্য আমরা একটা বিষয়ে সবসময় লক্ষ্য করে দেখেছি যে এই পৃথিবীতে যারা প্রকৃত ভালোবাসার মানুষ পেয়েছে তাদের জীবনটা একদম সোনায় সোহাগা হয়ে গেছে। কেননা তারা তাদের প্রিয় মানুষটিকে কাছে পেয়ে আর কোন ভাবনা চিন্তা নেই।
✠ খুঁজবে কি আমায় ✠
কখনো যদি কোন মেঘলা হওয়াতে,
উড়িয়ে নিয়ে যায় কোথাও আমাকে।
তখন কি আমার কথা মনে রবে তোমার,
এরপরে কি তুমি খুঁজে বেড়াবে আমাকে।
আমি যে তোমায় বড় ভালোবাসি,
তোমার কাছ থেকে দূরে সরতে চাই না।
যত বাঁধা আসুক না জীবনে আমার,
তোমার কাছ থেকে কেউ সরাতে পারবেনা।
মনের যদি টান থাকে দুজনের মধ্যে,
কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না।
শুধু তুমি পাশে থাকলে আমার,
তোমায় ছাড়া আর কাউকে ভালবাসবো না।
মান অভিমান আছে সবার জীবনে,
তাই বলে আমরা কখনো কথা বন্ধ রাখবো না।
জীবনের থেকে সময় একবার চলে গেলে,
সেই সময় টুকু আমরা জীবনে ফিরে পাবোনা।
আসল নকলের ভিড়ে যদি যাই হারিয়ে,
পাবে কি তুমি আমায় কখনো খুঁজে।
যদি কখনো মন দিয়ে ভালোবাসো আমায়,
এক নিমিষে পেয়ে যাবে আমাকে।
তোমাকে দু চোখ ভরে দেখার ইচ্ছা,
তাই তোমাকে ছেড়ে দূরে থাকতে পারিনা।
তুমি আমার বহু জনমের আপন,
এক মুহূর্ত তোমাকে ভুলে থাকতে পারিনা।
এ জীবনে আমি তোমাকে পেয়েছি,
এরকম হাজারো জীবনে আমি তোমাকে চাই।
তুমি ছাড়া এই পৃথিবীতে আপন মানুষ,
খুঁজতে খুঁজতে আমি কোথাও না পাই।
শুধু তুমি আমার হাতটা জোর করে ধরো,
তাহলে আমি আর হবো না কারো।
সাত পাকেতে যেদিন আমরা পরবো বাঁধা,
তখনই হবে তুমি আমার জীবনের রাধা।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা কবিতা আবৃত্তি করে খুব ভালো লাগলো আমার। আপনি মাঝেমধ্যে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। ঠিক তেমনি আজকের কবিতাটা ছিল। অনেক অনেক ভালো লাগলো এই কবিতা আবৃত্তি করে। আসলে ভালোবাসার মানুষকে সবাই জনম জনম পেতে চাই এটাই সত্য।
সত্যি ভাইয়া ভালোবাসা যখন মূল্যায়ন না পায় তখন কষ্টে ভরে উঠে হৃদয়। আর সেই কষ্টটা কাউকে বলে বোঝানোর মত নয়। আপনি আপনার অনুভূতি থেকে চমৎকার কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো দারুন ছিল।
ঠিক বলেছেন দাদা আসলে ভালোবাসার পরিণতি যদি মিলন না হয় তাহলে সমস্যা।কবিতার শব্দ চয়ন গুলো বিশেষ করে আমাকে বেশি মুগ্ধ করেছে। কবিতাটি যতবারই পড়েছি ততোবারই আরো পড়ার ইচ্ছা হয়েছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।