ঘৃণায় বেড়ে ওঠা মানুষগুলো।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ঘৃণায় বেড়ে ওঠা মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
পৃথিবীতে সবাই কিন্তু আদরের মধ্য দিয়ে বেড়ে ওঠে না। আসলে যারা কপাল করে ধনী পরিবারের জন্মগ্রহণ করেছে অর্থাৎ সোনার চামচ মুখে দিয়ে যারা বড় হয়েছে তারা কিন্তু কষ্ট জিনিসটা কি এবং ঘৃণা জিনিসটা কি তা কখনো বুঝতে পারে না। আসলে রাস্তার দুপাশে যারা গরিব মানুষ বসবাস করে তাদের ঘরে বেড়ে ওঠা সন্তানেরা এই জীবনে কষ্ট ছাড়া আর কোন কিছু কখনোই পায় না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি এইসব রাস্তার পাশে অনাদর বেড়ে ওঠা মানুষগুলোর প্রতি ভালোবাসা না দেখিয়ে বরং তাদেরকে ঘৃণা করি তাহলে সেই মানুষগুলো জীবনে কখনো শান্তি পাবে না এবং সারা জীবন তারা অশান্তির মধ্য দিয়ে বড় হবে। কেননা তাদের সমাজ কখনো গ্রহণ করতে চায় না।
আসলে এই সব সমাজ বহির্ভূত মানুষগুলো যখন সমাজ ছাড়া বসবাস করে এবং কেউ তাদের সাথে মেলামেশা করে না তখন তাদের মনটা অনেক বেশি ছোট হয়ে যায়। একটা জিনিস আপনারা সবাই খেয়াল করে দেখেছেন যে সমাজ বহির্ভূত যেসব মানুষ বসবাস করে তাদের মধ্যে ক্রাইম সবথেকে বেশি হয়। অর্থাৎ ছোটবেলা থেকে তাদের কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা শিখানোর মত কেউ কখনো থাকে না। আর একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে সমাজ থেকে কিন্তু আমরা ভালো ভালো জিনিস গুলো শিখে নিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করি। আর তাদের যদি এই সমাজ থেকে ভালো জিনিস গুলো শেখার মত কোন সুযোগ আমরা দিতে না পারি তাহলে তারা কখনো মানুষের মতো মানুষ হয় না।
আসলে এই ঘৃণায় বেড়ে ওঠা মানুষগুলো কিন্তু সব থেকে বেশি খারাপ দিকে চলে যায়। কেননা একটা মানুষ যখন কোন খারাপ দিকে যায় তখন তাকে আটকানোর মতো অনেক লোক থাকে। কিন্তু এই লোকেদের আটকানোর মত কেউ থাকেনা। এছাড়াও যেহেতু তারা ঘৃণার মধ্য দিয়ে এই পৃথিবীতে বড় হতে থাকে তাই তাদের মনের মধ্যে কোন রকমের ভালোবাসা কখনো থাকে না। আসলে এইভাবে মানুষের অনাদর তাকে খারাপ দিকে নিয়ে যায় এবং তারা কিন্তু একসময় দেশের শত্রু হয়ে যায়। আসলে এসব মানুষদের খারাপ হওয়ার পেছনে কিন্তু আমাদের অবদান সব থেকে বেশি। কেননা আমাদের ঘৃণা তাদেরকে তিলে তিলে নষ্ট করে দিয়েছে এবং তাদেরকে এই খারাপ দিকে যাওয়ার জন্য বেশি অনুপ্রেরণা জুগিয়েছে।
তবুও একটা জিনিস আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি এই ঘৃণা থেকে বেরিয়ে আসে এই মানুষগুলোকে আপন করে নিতে পারি তাহলে কিন্তু তাদের মুখে একটা আলাদা ধরনের হাসি ফুটে উঠবে। কেননা তারা কখনো ভালবাসার নামক জিনিসটাকে অনুভব করতে পারেনি। আসলে এই পৃথিবীতে যে যেখানে জন্মগ্রহণ করুক না কেন সবাই কিন্তু একটা পৃথিবীর অংশ এবং তাদেরকে কেউ কখনো ঘৃণা করার মত অধিকার নেই। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষগুলোকে ভালোবেসে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করতে পারি তাহলে এই মানুষগুলো একটা সময় আমাদেরকেও ভালোবাসবে এবং দেশের উন্নতির জন্য সব সময় তারা জীবন দিয়ে কাজ করার চেষ্টা করবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।