এলোমেলো কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি পর্ব -৭৫

in আমার বাংলা ব্লগ4 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


1000012802.jpg


সবাই যেহেতু প্রতিদিন বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি শেয়ার করে তাই আমারও একটি ইচ্ছা করে যে আমিও মাঝে মাঝে একটু ফুলের ফটোগ্রাফি দেয়ার চেষ্টা করব। কিন্তু ফটোগ্রাফি করতে হলে তো বাইরে বের হতে হবে। আর সেই সময়টা তো আমার কাছে নেই। যাই হোক সময় না থাকলে কি হবে ছাদ বাগান তো রয়েছে। এত সকালবেলা একটু উঠে ছাদের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম যে চারিদিকে বিভিন্ন ধরনের ফুলে ভরে গেছে। আসলে শীতের আগে আকাশে যে ঝলমলে রোদ ওঠে তাতে করে কিন্তু তাদের দিকটা কেমন যেন বেশি কালারফুল মনে হয়। আর আপনারা যে ছবিটি দেখতে পারছেন এটি এক ধরনের ফুল গাছের ছবি যার ফল খেতে অনেকটা টক ধরনের হয়ে থাকে। আসলে এই ধরনের ফুল গাছের ফলগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। যদিও গাছটির নাম আমার মনে নেই।


1000012807.jpg


আসলে এই ফুলগাছের দুই প্রকারের গাছ আমাদের বাড়িতে রয়েছে। একটি ফুল গাছের ফুল দেখতে অনেকটা হালকা লাল এবং অন্যটা দেখতে খয়েরী ধরনের হয়ে থাকে। আর এই দিনে এই দুই প্রকারের গাছে ফুল ফুটেছিল। এই গাছগুলোতে কিন্তু প্রায় শীতকালে বেশিরভাগ ফুল ফোটে। আর শীতকাল বাদ দিয়ে অন্যান্য সময়ে তেমন একটি বেশি ফুল দেখা যায় না। তাইতো শীতের শুরুতেই গাছে আস্তে আস্তে বিভিন্ন ফুল ফুটতে শুরু করেছে এবং এই ফুলগুলোর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ফল দেখা যাচ্ছে। এই ফলের বীজ বাদ দিয়ে উপরের লাল অংশটুকু রান্না করে খেতে খুবই সুস্বাদু এবং হালকা একটু টক টক হয়। যাইহোক বাড়িতে এই একই ধরনের দুই প্রকারের গাছ রয়েছে আমাদের।


1000012804.jpg


1000012803.jpg


অনেক সময় হয় কি আমরা বাইরে থেকে যেসব সবজি কিনে নিয়ে আসি সেই সবজিগুলো কাটা হওয়ার শেষে যে বাকি অবশিষ্ট জিনিসগুলো থাকে তা কিন্তু এই ফুল গাছের টবের চারিদিকে দিয়ে থাকে। অর্থাৎ এর ফলে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং গাছগুলো অনেক সুন্দর হতে থাকে। আসলে মাঝে মাঝে আমরা কিছু কিছু জিনিস খেয়াল করে দেখি যে সবজির যেসব বিষ থাকে তাই এই মাটিতে ফেলার হলে সেই জায়গায় সেই গাছ অযত্নে খুব সুন্দরভাবে বড় হয়। হঠাৎ করে দেখতে পেলাম যে একটা উৎসে গাছের উৎপত্তি ঘটেছে এবং তাতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তাই আর দেরি না করে সেই উচ্ছে গাছের ফুলের বিভিন্ন ফটোগ্রাফি করতে শুরু করে দিলাম। যদিও এতে উচ্ছে হবে কিনা তা নিয়ে একটু সন্দেহ রয়েছে।


1000012805.jpg


আমাদের বাড়িতে লাগানো জবা ফুল গাছের মধ্যে সবথেকে বড় জবা ফুল এটি। অর্থাৎ আপনারা ফটোতে কতটুকু বড় মনে করছেন তা নিয়ে আমার সন্দেহ আছে। কেননা এই ফুলটা যদি আপনারা সরাসরি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন যে এই কত বড় একটু ফুল। আসলে এই ফুলের জন্য কিন্তু পুরো গাছটা এই ফুলের নিচে ঢাকা পড়ে গেছে। তা কিন্তু আপনারা এই ফটোর মাধ্যমে বুঝতে পেরেছেন। এই গাছে হলো ধরনের বড় বড় জবা ফুল ফুটে থাকে সাধারণত। কিন্তু এই গাছে খুবই কম সংখ্যক জবা ফুল ফোটে। বিশেষ করে পুরো একটা গাছের দূর থেকে তিনটে জবা ফুলের বেশি ফোটে না। কেননা এই ফুলের সাইজ এতটা বড় হয় যে এই গাছের পক্ষে দুই থেকে তিনটা জবা ফুল হওয়ার মতো কোনো সম্ভবনা নেই।


ক্যামেরা পরিচিতি : Motorola
ক্যামেরা মডেল : Motorola edge 50 pro
ক্যামেরা লেংথ : 5.89 mm



আশাকরি আজকের এই ফটোগ্রাফিক পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।

11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। কিন্তু আমার রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দী। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 4 days ago 

দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাই। প্রত্যেকটি ফুল যেমন উজ্জ্বল তেমন সজীব। বিশেষ করে হলুদ বড় জবা ফুলটি দেখতে খুব ভালো লাগলো। আপনার বাড়ির ছাদবাগান তো একেবারে সাজানো। আরো নতুন নতুন ফুল ও গাছ দেখার অপেক্ষায় রইলাম।

 4 days ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি করা আমার নেশা, ফটোগ্রাফি ধারণ করার জন্য আমি ডিএসএলআর ক্যামেরা সহ আরো অনেক লেন্স কিনেছিলাম তবে সময়ের সাথে সাথে ফটোগ্রাফি এখন আর প্রফেশনালি করা হয় না। তবে সময় সুযোগ পেলে আমিও ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর ভাবে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 days ago 

হলুদ জবার ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। হলুদ জবা ফুল আমার বেশি পছন্দ। পাতাগুলোর সাইজ দেখেই বোঝা যাচ্ছে ফুলটা কতটা বড় হবে। এক এখনকার জবা ফুলগুলো হাইব্রিড জাতের তাই অনেক বেশি বড় হয়ে গেল। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ দারুন ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

দাদা আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময় আমাদের মাঝে চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করেন। আপনাদের বাড়ির সবচেয়ে বড় হলুদ রঙের জবা ফুল আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 4 days ago 

ওয়াও অসাধারন আজকে আপনি চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। জবা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 days ago 

খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

বাহ বেশ দারুণ লাগল তো। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ফুলগুলো বেশ সুন্দর এবং চমৎকার লাগছে। খয়েরি রঙের ঐ ফুলটা দেখে একপ্রকার চোখ আটকে গিয়েছিল। কী গাঢ় রঙ।