দারিদ্রতার সঙ্গে লড়াই।

in আমার বাংলা ব্লগ7 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দারিদ্রতার সঙ্গে লড়াই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


image.png



সোর্স


আসলে আমাদের এই পৃথিবীতে সব সময় বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। কেননা এই পৃথিবীতে কোন কিছু আপনা আপনি আমাদের কাছে চলে আসে না। আসলে আমাদের দেশে মোট জনসংখ্যার প্রায় অধিকাংশ লোকই দরিদ্র সীমার নিচে পড়ে। আসলে এই দরিদ্র সীমার মানুষেরা সবসময় চারিদিকে ঘুরে বেড়ায় বিভিন্ন কাজের সন্ধানের জন্য। আসলে বেশিরভাগ লোকই দিন আনে দিন খায়। অর্থাৎ তারা যদি একদিন কাজে বের না হয় তাহলে পরের দিন তারা কি খাবে এইসব জিনিস বুঝে উঠতে পারে না। আসলে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের সমাজের যারা ধনী লোক তারা ক্রমশ ধনীতে পরিণত হয় এবং যারা গরিব লোক তারা আরো বেশি গরিবে পরিণত হতে থাকে। কেননা আমাদের দেশের মানুষ গুলো প্রায় সকলেই স্বার্থপর। কেউ নিজের স্বার্থ ছাড়া আর অন্য কারো স্বার্থ কখনো বুঝতে চেষ্টা করে না। কিন্তু আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে দেখেছি যে যারা গরীব মানুষ তারা যতই কঠোর পরিশ্রম করুক না কেন তারা কিন্তু তাদের ভাগ্যের উন্নতি কখনোই করতে পারে না।


আসলে এইসব মানুষদের সাহায্যে আমাদের সবসময় এগিয়ে আসা উচিত। আর এই দরিদ্র সীমার লোকেদের না থাকে ভালো কোনো কাজ আর না থাকে ভালো কোন বসবাসের ঘরবাড়ি। আসলে বেশিরভাগ লোক অন্যের ভাড়া বাড়িতে থাকে এবং সেখানেই প্রায় তাদের সারাটি জীবন কেটে যায় বাড়ির ভাড়া গুনতে গুনতে। আসলে এসব মানুষদের আয়ের অধিকাংশ টাকা খরচ হয়ে যায় বাড়িভাড়া এবং তাদের পরিবারের লোকজন গুলোকে দেখতে দেখতে। যদিও তাদের এই আয়ের থেকে সামান্য কিছু টাকা সব সময় চেষ্টা করে সঞ্চয় করার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সেই সঞ্চয়ের টাকা নিমিষেই শেষ হয়ে যায়। কেননা পরিবারের কোন একজন অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করাতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। আর আমাদের সমাজে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তাতে করে একজন গরীব মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা কখনোই সম্ভব হয়ে ওঠেনা।


আসলে শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে এখন অতিরিক্ত টাকা খরচ হয়। আসলে ধনী মানুষগুলো কখনো এসব দিকে তাকায় না কারণ তাদের প্রচুর অর্থ সম্পত্তি থাকে। কিন্তু গরিব লোকের তো ধনী লোকের মত আর এত বেশি অর্থ সম্পত্তি থাকে না। তাই কোন একটা জিনিসের দাম যখন বেড়ে যায় তখন তারা চিন্তায় ভেঙে পড়ে এবং সেইসব জিনিসগুলো তারা ব্যবহার করতে পারেনা ঠিকঠাকভাবে। আসলে এমন শিক্ষিত দেশে যদি গরিব লোকের সংখ্যা বেশি থাকে তাহলে শিক্ষার কোন মূল্য থাকবে না আমাদের দেশে। আসলে শিক্ষা মানুষের মনুষ্যত্বকে বিকাশ করতে সাহায্য করে। আর যে দেশ যত বেশি দরিদ্র্য সীমার নিচে অবস্থান করে সেই দেশ তত অন্যান্য দেশ অপেক্ষা পিছিয়ে থাকে। আর আমরা যদি সব সময় চেষ্টা করি যে অন্যান্য দেশ থেকে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সর্ব প্রথমে আমাদের দেশ থেকে প্রথম দারিদ্রতাকে দূর করতে হবে।


আসলে কয়েকজন লোকের পক্ষে এত পরিমান দরিদ্র লোককে সাহায্য করা মোটেও সম্ভব হয়ে ওঠে না। আর এজন্য দরিদ্র লোকগুলোকে দারিদ্র্যের থেকে বের করে আনতে হলে সর্বপ্রথম তাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। আসলে তারা যদি সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে অন্যের সাহায্যের কোন প্রয়োজন হবে না আমার মনে হয়। কেননা সঠিক শিক্ষা একজন মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তা কিন্তু শিক্ষা দেয়। আর শিক্ষিত লোকেরা এই সমাজে কখনো চুপচাপ বসে থাকে না।তারা কোন কাজকর্মের সন্ধান না পেলেও তারা সব সময় চেষ্টা করে যে নিজের থেকে কিছু করার জন্য। এছাড়া আমরা দেখি যে বিভিন্ন গ্রামাঞ্চলে শিক্ষিত গরিব লোকেরা তারা নিজেদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থান তৈরি করে এবং সেখানে আস্তে আস্তে বহু লোক নিয়োগ করা হয়।। তাইতো সেখানে কখনোই দরিদ্রতা কাজ করে না যেখানে প্রকৃত শিক্ষা থাকে।


আর এজন্য আমাদের সবাইকে এই দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম শিক্ষা গ্রহণ করতে হবে। এছাড়াও দেশের ধনী লোককে সবসময় এই দরিদ্র লোকের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতে হবে। আসলে সরকার এবং দেশের মানুষ যদি একসাথে এই দরিদ্র লোকেদের সাহায্য করতে পারে এবং শিক্ষাকে এই দরিদ্র লোকেদের মাঝে বিনামূল্যে দান করতে পারে তাহলে কিন্তু আমাদের দেশ থেকে দারিদ্রতা চিরতরে মুছে যাবে। আসলে এইসব দিক বিবেচনা করে আমরা সবাই বুঝতে পারবে আমাদের জীবনে শিক্ষার গুরুত্বটা কত বেশি। আর দারিদ্রতা একটা দেশকে সবসময় পিছনের দিকে টেনে নিয়ে যায়। আসলে দেশে যদি সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে হয়তোবা দারিদ্রতা আস্তে আস্তে আমাদের দেশ থেকে চলে যেতে থাকবে। তাইতো সরকারকে এইসব বেকার লোকদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের যোগান দিতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সঠিক পারিশ্রমিক অবশ্যই দিতে হবে।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমার ভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 7 days ago 

খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার সাথে আমিও সহমত পোষণ করলাম অবশ্যই এই দারিদ্রতা থেকে রেহাই পেতে আমাদের প্রথম মতো শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর ধনী শ্রেণীর মানুষদের সব সময় চেষ্টা করতে হবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আর এভাবেই একে অপরের সাথে সহায়তা প্রদানের মাধ্যমে সুন্দর সমাজ গড়া সম্ভব।

 7 days ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন ভাই।দারিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়। আসলে যারা দারিদ্র তারা বুঝে জীবন মানে কি। আর আমাদের দেশেও বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। এই লোকগুলোকে যদি সবাই হেল্প করে তাহলে তাদের জীবন সুন্দর হয়। যদিও বর্তমান সময়ে যে যার মত করে ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করে। আর দারিদ্র মানুষগুলো চাই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি পোস্ট করার জন্য।

 6 days ago 

দরিদ্র মানুষেরা প্রায় সকল মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। তাদের যদি আপনি অর্থ দিয়ে সাহায্য করতে চান তাহলে সেটা খুব একটা কাজে আসবে না। তাদের সাহায্য করতে হবে শিক্ষা দিয়ে। যেন তারা শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দরিদ্রতা কে চিরদিনের জন্য দূর করতে পারে।