আমার বাংলা ব্লগ লেভেল ২ হতে আমার অর্জন। by @nipadas
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমার লেভেল টু এর লিখিত পরীক্ষা। আপনাদের আশীর্বাদে এবং আমার সর্বোচ্চ চেষ্টায় আশা করি আজকের পরীক্ষাটা আমি অনেক ভালো করে দিতে পারব। এই লেবেল টু তে আমাদের প্রফেসর মহাশয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আমাকে শিখিয়েছেন এবং আমি অনেক অজানা তথ্য জানতে পেরেছি। যা আমার ভবিষ্যতে সুরক্ষিত থাকতে সাহায্য করবে। আমি মন দিয়ে এই লেবেল টু এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝার এবং শিখে নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যা যা জানতে পেরেছি সেটা এই পরীক্ষার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি।
প্রশ্ন:- Posting key এর কাজ কি?
উত্তর:-পোস্টিং কি শুধুমাত্র সোশ্যাল একটিভিটির জন্য ব্যবহার করা হয়। এই পোস্টিং কি দিয়ে পোস্ট করা, কমেন্ট করা এবং ভোট দেওয়ার মত কাজ করা হয়। তাই এই কি অতটাও সেনসিটিভ নয়। যে কোন ওয়েব সাইটে এই কি ব্যবহার করা যেতে পারে কারণ এই কি যদি কেউ জেনে যায় তাহলে সে কেবল ভোট দিতে পারবে, কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রান্ত কোনো কাজ করতে পারবে না। এই পোস্টিং কি শুধুমাত্র সোশ্যাল একটিভিটি করার জন্য। এই কি দিয়ে আমরা
•পোস্ট এবং কমেন্ট করতে পারব।
•পোস্ট এবং কমেন্ট এডিট করতে পারব।
•আপ ভোট এবং ডাউন ভোট দিতে পারব।
•কাউকে ফলো এবং আনফলো করতে পারব।
•কোন অপ্রয়োজনীয় একাউন্ট মিউট করতে পারব।
•কোন পোস্ট রিস্টিম করতে পারব।
প্রশ্ন:- Active key এর কাজ কি?
উত্তর:- অ্যাক্টিভ কি দিয়ে ওয়ালেট সংক্রান্ত কাজ করা সম্ভব। আসলে আর্থিক কাজগুলো অর্থাৎ লেনদেনের কাজ করতে হলে এই অ্যাক্টিভ কি প্রয়োজন হয়। তাই বোঝাই যাচ্ছে এই অ্যাক্টিভ কি খুবই গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি কি। যেকোনো ওয়েবসাইট বা কারোর সাথে এই অ্যাক্টিভ কি শেয়ার করা খুবই ঝুঁকিপূর্ণ। কোন বিশ্বস্ত ওয়েবসাইট ছাড়া এই অ্যাক্টিভ কি শেয়ার করা যাবে না। কারণ যদি কেউ এই অ্যাক্টিভ কি পেয়ে যায় তাহলে আপনার ওয়ালেটে SBD ও লিকুইড কোন steem থাকলে সেটি নিমেষেই সে ট্রান্সফার করে নিতে পারবে। অর্থাৎ আর্থিক সম্পদ হারিয়ে যাবে নিমেষের মধ্যেই। এই অ্যাক্টিভ কি দিয়ে
•আর্থিক ট্রান্সফারের কাজ করা যাবে।
•পাওয়ার আপ এবং পাওয়ার ডাউন করা যাবে।
•উইটনেস ভোট দেওয়া যাবে।
•এক্সচেঞ্জ এর মাধ্যমে ক্রয় বিক্রয় করা যাবে।
•নতুন ব্যবহারকারী তৈরি করা যাবে।
•প্রোফাইলের বিভিন্ন তথ্য পরিবর্তন করা যাবে।
•SBD steam রূপান্তর করা যাবে।
প্রশ্ন:-Owner key এর কাজ কি?
উত্তর:-owner key এর নাম শুনেই বোঝা যাচ্ছে এই কি মালিকানা সংক্রান্ত কাজ করে। ব্লকচেইন এ আপনি যে আপনার অ্যাকাউন্টের মালিক সেটা প্রমাণ করতে হলে এই ওনার কি এর প্রয়োজন হয়। যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে এই ওনার কি এর সাহায্য দরকার হবে অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য। এই কি যদি কেউ পেয়ে যায় তাহলে সে আপনার অ্যাকাউন্টটি নিজের বলে দাবি করতে পারবে। এছাড়া অন্যান্য কি যদি হারিয়ে যায় সে ক্ষেত্রেও রিকভারির জন্য এই ওনার কি ব্যবহার করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ওনার কি খুবই সেনসিটিভ তাই এই কি খুবই যত্ন সহকারে কোন সুরক্ষিত জায়গায় সামলে রাখা উচিত। এই কি এর সাহায্যে
•ওনার কি, অ্যাক্টিভ কি, এবং পোস্টিং কি রিসেট করা যাবে ।
•অ্যাকাউন্ট রিকভার করা যাবে।
•ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যাবে।
প্রশ্ন:- Memo key এর কাজ কি?
উত্তর:- মেমো কি এর ব্যবহার খুবই সামান্য। কাউকে প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চাইলে এবং সেটাকে আবার কোন সংকেতে পরিবর্তন করে পাঠাতে চাইলে এই মেমো কি এর প্রয়োজন হয়। অর্থাৎ এই মেমো কি এর সাহায্যে
•কোন এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো যাবে।
•কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখা যাবে।
প্রশ্ন:- Master password এর কাজ কি?
উত্তর:- মাস্টার পাসওয়ার্ড হলো স্টিমিট অ্যাকাউন্টএর সবথেকে গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ একটি বিষয়। এই পাসওয়ার্ড অ্যাকাউন্ট খোলার সময় পাওয়া যায়। স্টিমিট অ্যাকাউন্টএর প্রত্যেকটি কি তৈরি হয়েছে মূলত এই মাস্টার পাসওয়ার্ড এর উপর ভিত্তি করে। তাই এই কি গুলি মাস্টার পাসওয়ার্ড দিয়ে রিকভার করা সম্ভব। কোন কারনে স্টিমিট অ্যাকাউন্ট হারিয়ে গেলে বা হ্যাক হয়ে গেলে রিকভার করার জন্য মাস্টার পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এই মাস্টার পাসওয়ার্ড দিয়ে স্টিমিট অ্যাকাউন্টের যাবতীয় সব কাজ করা সম্ভব। সুতরাং বোঝাই যাচ্ছে এই মাস্টার পাসওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ। তাই এই মাস্টার পাসওয়ার্ড কারো সঙ্গে কখনোই শেয়ার করা যাবে না।
প্রশ্ন:- Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
উত্তর:- মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করে রাখার জন্য
•কোন একটি কাগজে লিখে রেখে কাগজটি যত্ন সহকারে তুলে রাখতে পারি।
•মাস্টার পাসওয়ার্ড এর ছবি তুলে সেটি পেনড্রাইভে যত্ন সহকারে রেখে দেওয়া যেতে পারে।
•গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারি।
•আবার জেরক্স করে যত্ন সহকারে তুলে রাখতে পারি।
প্রশ্ন:- পাওয়ার আপ কেন জরুরী?
উত্তর:- স্টিমিট প্ল্যাটফর্মে যারা দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাদের জন্য পাওয়ার আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ বলতে এখানে বোঝানো হয়েছে STEEM কে পাওয়ার আপ করে STEEM POWER এ কনভার্ট করা। ওয়ালেটে বেশি পরিমাণ স্টিম পাওয়ার থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যায়। পাওয়ার আপ থাকলে হ্যাকাররা স্টিম চুরি করতে পারে না। কারণ পাওয়ার আপ করলে অ্যাকাউন্ট শক্তিশালী হয়।তাই অ্যাকাউন্ট হ্যাক হলেও অ্যাকাউন্টে যে sp সেটাকে কেউ ট্রান্সফার করতে পারে না। এর থেকে বোঝা যায় পাওয়ার আপ করা অত্যন্ত জরুরি।
প্রশ্ন:-পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর:- পাওয়ার আপ করার জন্য প্রথমে অ্যাক্টিভ কি দিয়ে ওয়ালেটটি লগইন করে নিতে হবে।
ওয়ালেটের পেজটি খুলে গেলে স্টিম ব্যালেন্স এর ডানদিকে অ্যারো চিহ্নে ক্লিক করতেই কতগুলি অপশন দেখতে পাচ্ছি।
এবং এই অপশনগুলোর মধ্যে তৃতীয় নাম্বার অপশনে দেখতে পেলাম পাওয়ার আপ অপশনটি রয়েছে। এই পাওয়ার আপ অপশনটিতে ক্লিক করতেই নিচে দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়ে গেছে।
এই পেজটিতে এমাউন্টের ঘরে 20 লিখে পাওয়ার আপ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন নিচে একটি কনফার্মেশন পেজ ওপেন হয়ে গেছে। এখানে ওকে করে দিলাম।
নিচে দেখতে পারছেন আমার স্টিম ব্যালেন্স কমে গেছে এবং স্টিম পাওয়ার বেড়ে গেছে।
প্রশ্ন:- সেভিংস এ থাকা steem অথবা SBD উইথড্র দেওয়ার কদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
উত্তর:- সেটিংসে থাকা steem অথবা SBD উইথড্র দেওয়ার তিনদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।
প্রশ্ন:-মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তর:-যখন অন্য কোন স্টিমিট একাউন্টে STEEM বা SBD পাঠানো হয় তখন সেই একাউন্টে STEEM বা SBD পাঠানোর সময় তার সাথে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলা হয়। আমরা একটি অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা একাউন্টে STEEM বা SBD পাঠাতে চাইলে ওই একাউন্ট কে আইডেন্টিফাই করার জন্য একটি কোড নাম্বার আসে যার সাহায্যে আমরা ট্রান্সফারের কাজ সহজে করতে পারি। এটাই হলো মেমো ফিল্ড।
প্রশ্ন:-ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত sp নিজের একাউন্টে ফেরত আসে?
উত্তর:-ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর sp নিজের একাউন্টে ফেরত আসে।
প্রশ্ন:- ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এস. পি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এসপি লিখতে হবে?
উত্তর:-আমি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছি, কিছুদিন পর যদি আমি আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চাই তাহলে ডেলিগেশন লেখার সময় আমাকে ৩০০ এস.পি লিখতে হবে।
আশা করি আমি লেবেল টু এর লিখিত পরীক্ষাটি ভালোভাবে দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন।
।ধন্যবাদ।