দু'টি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট 🦋
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালোই আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি আর্ট পোস্ট শেয়ার করবো ৷ আসলে আর্ট করতে আমার বেশ ভালোই লাগে ৷ তাই মাঝে মধ্যেই টুকটাক আর্ট করার চেষ্টা করি ৷ যদিও তেমন ভালো কিছু করতে পারি নাহ , তবে সিম্পল আর্ট গুলো সিম্পল ভাবে করতে আমার বেশ ভালোই লাগে ৷ আজকে আমি বৃত্তের মাঝে দুটো প্রজাপতি'র ম্যান্ডেলা আর্ট করেছি ৷ খুবই সহজ এবং সুন্দর ভাবে আর্টটি সম্পূর্ণ করার চেষ্টা করেছি ৷ আশা করি আমার এই ক্ষুদ্র চেষ্টার আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার আর্টের ধাপ গুলো দেখে নেওয়া যাক ৷
প্রয়োজনীয় উপকরণঃ
- আর্ট খাতা ,
- পেন্সিল ,
- রুল কম্পাস এবং
- কালার পেন ৷
আর্টের ধাপঃ
শুরুতে আমি রুল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি ৷ এরপর দু-দিকে দুটো প্রজাপতির প্রতিচ্ছবি এঁকে নিয়েছি ৷
এরপর সাইন পেন দিয়ে প্রজাপতি দুটো এঁকে নিয়েছি ৷
প্রজাপতি দুটো এঁকে নেওয়ার পর রুল কম্পাস দিয়ে কিছু দাগ টেনে নিয়েছি ৷
এরপর কালার পেন দিয়ে দুটো প্রজাপতির মাঝে ম্যান্ডেলা ডিজাইন এঁকে নেওয়ার চেষ্টা করেছি ৷
বিভিন্ন ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে প্রজাপতি দুটো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷
শেষমেষ আমার আর্টটি সম্পূর্ণ হয় ৷ এরপর কিছু ফটোগ্রাফি করে নিই ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার এই সিম্পল আর্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার এই পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 28 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
বাহ্ চমৎকার দুইটি প্রজাপতি আর্ট করছে।ধাপে ধাপে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার আর্ট টি দেখে বেশ ভালো লেগেছে আমার কাছে । এতো সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ ।।
https://x.com/Nirob7000/status/1873043534032585059?s=19
আপনার তৈরি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট পোস্টটি দেখতে জাস্ট চমৎকার লাগছে।এই আর্ট গুলো বেশ সময় নিয়ে করতে হয়।আপনি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট এর ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে সহজেই আর্ট শিখে নেওয়া সম্ভব।এত সুন্দর একটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে
দু'টি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার চিত্র অঙ্কন করার ক্ষেত্রে এত বেশি দক্ষতা রয়েছে এটা আমি জানতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
দুটি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দারুন হয়েছে। দুটি প্রজাপতিতে দুটি কালার করেছেন বলে বেশি ভালো লাগছে। নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। এ ধরনের আর্ট করতে অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। ধৈর্য ধরে সময় নিয়ে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ৷
দু'টি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভাই আপনার কাছে সিম্পল হতে পারে তবে আমার কাছে কঠিন। নিয়মিত আর্ট করেন এজন্য খুব সহজেই তৈরি করে ফেলেছেন। রং করাতে দেখতে অসাধারন লাগতেছে। ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
বেশি দারুণ প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অতি চমৎকার হয়েছে আপনার আজকের এই আর্ট করা। পাশাপাশি দুইটা প্রজাপতি তাই সৌন্দর্য যেন বেশি মনে হল।
আপনি একসাথে দুইটি দুই কালারের প্রজাপতি তৈরি করেছেন। যা দুটিকে একত্রে ভিন্ন ধরনের একটি ফুলের মত দেখাচ্ছে। অনেক ভালো লাগলো দেখে ভিন্ন ধরনের প্রজাপতি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দু'টি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর দুটো প্রজাপতির দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। আপনি বেশি দারুন ভাবে আর্ট করেছেন। দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷