ডাই || রঙিন পেপার দিয়ে ইঁদুর তৈরি
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার সিম্পল একটি ডাই পোস্ট শেয়ার করবো ৷ বেশ কিছুক্ষণ চেষ্টা করে আজ খুবই সিম্পল একটি ডাই পোস্ট তৈরি করেছি ৷ রঙিন পেপার দিয়ে ইঁদুর তৈরি করেছি ৷ দেখতে বেশ ভালোই হয়েছে ৷ আপনাদের কাছে কেমন লাগবে জানি নাহ ৷ তবে আমার চেষ্টা আমার কাছে বেশ ভালোই গেছে ৷ পেপার দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে যেমন সুন্দর হয় , তেমনই এসব তৈরি করাও বেশ কঠিন কাজ ৷ আজ বেশ কিছু দিন পর ভাবলাম পেপার দিয়ে কিছু তৈরি করি ৷ তবে তৈরি করতে গিয়ে ঠিকভাবে কিছুই করে পারছি না ৷ শেষমেশ এই ইঁদুরের অরিগামী তৈরি করলাম ৷ এটা বেশ সহজেই তৈরি করা যায় , তবে আমার কাছে এটা তৈরি ততটাও সহজ ছিলো না ৷ বেশখানিকটা সময় পর এটুকু সফল হয়েছি ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
প্রয়োজনীয় উপকরণঃ..
- রঙিন কাগজ ,
- পেন্সিল ,
- আঠা ,
- কলম এবং
- কেচি।
প্রস্তুতকরণঃ-..
` |
---|
শুরুতে একটি রঙিন পেপার নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি ৷
এরপর পেপার দু'টো দুইভাবে কেটে নিযেছি ৷ একটা বৃত্তের মতো ৪সে.মি ৷ অন্যটা ৭সে.মি x ৭ সে.মি সাইজের ৷
এরপর বৃত্তের অংশটুকু আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি ৷ অন্যটা লাভ আকারে কেটে নিয়েছি ৷ তার সাথে আরো কিছু ছোট পেপার কেটে নিয়েছি ৷
এরপর লাভের অংশটুকু ভাঁজ করে আঠা লাগিয়ে নিয়েছি ৷
আঠা লাগানো অংশটা বৃত্তের মাঝে বসিয়ে নিয়েছি ৷ যেটা দেখতে কিছুটা ইঁদুরের মতো হয়েছে ৷
এরপর পেপারের আরো কাটা অংশগুলো আঠা দিয়ে বসিয়ে দিয়েছি ৷ যেগুলো চোখ দাড়ি হয়েছে ইঁদুরের ৷
এরপর পিছনে আরো একটুকরো পেপার লেজের মতো ককে দিলেই কাজ সম্পূর্ণ ৷
আমার তৈরি রঙিন পেপারের ইঁদুরটি দেখতে ঠিক এমন হয় ৷ এরপর কিছু ফটোগ্রাফি করে নিই ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তৈরি সিম্পল এই ডাই পোষ্টটি আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
আর্ট/ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 24 Dec 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
X-promote
দুটি দেখতে খুব সুন্দর হয়েছে সেই বিষয়ে কোন দ্বিমত নেই। কিন্তু এটা অরিগ্যামি পোস্ট ঠিক হয়নি, এটা কি ডাই পোস্ট বলা চলে।
অসংখ্য ধন্যবাদ আপু ৷ ঠিক করে নিয়েছি এবার ৷ ধন্যবাদ আপনাকে
ভাইয়া ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ জীবন। আপনি আমাদের মাঝে ইদুরের অরিগামী নিয়ে এসেছেন। বেশ ভালো লাগলো আপনার অরিগামি তৈরি করতে দেখে। এদিকে আমি চেষ্টায় রয়েছি ইঁদুর ধরতে পারলে হয়। হাহাহা, অনেক সুন্দর হয়েছে আপনার অরগামি।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ৷
রঙিন পেপার দিয়ে ইঁদুর তৈরি অনেক ভালো লাগলো। আপনি এত সুন্দর ভাবে এই পোস্টটি তৈরি করলেন। আসলে এই ইঁদুর কখনো রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়নি। তাই দেখে শিখে নিলাম।
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর ইদুর বানিয়েছেন ভাইয়া। খুবই ভালো হয়েছে আপনার বানানো ইঁদুর।ইঁদুরের মুখটা দারুণ বানিয়েছেন। দুষ্ট দুষ্ট মুখটি হয়েছে ইঁদুরের।ধাপে ধাপে ইঁদুর বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনালে কিউট ইঁদুর বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনার চমৎকার মন্তব্যের জন্য ৷
ওয়াও রঙ্গিন পেপার দিয়ে খুবই সুন্দর একটি ইঁদুর তৈরি করছেন ভাইয়া।আপনার ইঁদুর টি দেখে তো পুরো মুগ্ধ হলাম। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ডাই পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো ৷
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ইঁদুর তৈরি করেছেন। আপনার এই ইঁদুরটি দেখতে একদম বাস্তবের ইঁদুরের মতোই দেখাচ্ছে। রঙিন কাগজের তৈরি এ ধরনের ছোট ছোট জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
বাহ এটা বেশ সুন্দর তো। দেখতে একেবারে অবিকল ইদুরের মতো লাগছে। রঙিন কাগজ দিয়ে ইদুরের অরিগ্যামি টা দারুণ তৈরি করেছেন ভাই। চমৎকার ছিল আপনার পোস্ট টা। পাশাপাশি দারুণ উপস্থাপন করেছেন আপনি। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।