আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG20241012084649_00.jpg

রেনডম ফটোগ্রাফি


হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার সব সময় ই বেশ ভালো লাগে ৷ আমি সময় পেলেই মুঠোফোনে ফটোগ্রাফি করার চেষ্টা করি ৷ আর ভালোলাগার যেকোনো মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারলে ভীষণ ভালোলাগা কাজ করে নিজের মাঝে ৷ তবে প্রকৃতির বা ফুলের ফটোগ্রাফিতেই বেশি শান্তি খুঁজে পাই আমি ৷ এলোমেলো ভাবে কয়েকটা ফটোগ্রাফি করার চেষ্টা করি প্রতিদিন-ই ৷ তবে মাঝে মাঝে ব্যস্ততার জন্য হয়ে ওঠে না ৷ যাই হোক, বিভিন্ন সময়ে করা আমার কিছু এলোমেলো ফটোগ্রাফি আজ আপনাদের সাথে ভাগ করে নিবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20241012084649_00.jpg


শুরুতেই যে ফুলের ফটোগ্রাফি টা দে়খতে পাচ্ছেন , এটি একটি বনফুল ৷ বিভিন্ন জঙ্গল বা পরিত্যক্ত স্থানে এই ফুলের গাছটি আপনাআপনি জন্মায় ৷ এবং সেসব জায়গায় এই ফুলটি দেখা যায় ৷ আমি একটি পুরাতন বাড়ির বেড়া থেকে এই ফুলের ফটোগ্রাফি টা করেছিলাম ৷ ফুলটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ৷ এই ফুলের সৌন্দর্য মুগ্ধ করে দেয় আমাকে ৷ আপনার কাছে এই ফুলের ফটোগ্রাফি কেমন লেগেছে জানাবেন ৷



IMG20241010080209_00.jpg


এবার যে ফটোগ্রাফাটা দেখতে পাচ্ছেন , এটা একটা সুন্দর সকালের দৃশ্যে ৷ আমি সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠতে পারি নাহ ৷ তবে কিছু দিন আগে হঠাৎ ই ভোর বেলা ঘুম ভেঙে যায় আমার , এবং খুব সকালে ঘুম থেকে উঠে আমি এই সুন্দর দৃশ্যে টা ক্যামেরা বন্দি করি ৷ সকাল বেলার প্রকৃতি খুবই সুন্দর এবং শান্ত ৷ হালকা কুয়াশায় ভেজা ধানের শিশি , দেখতে বেশ ভালোই লাগে ৷ সেদিনের সকালটা বেশ উপভোগ করেছিলাম ৷ যাই হোক , সকাল বেলার এই দৃশ্যটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷



IMG20241013111259_00.jpg


এবার যে ফুলের ফটোগ্রাফিটা শেয়ার করলাম , এই ফুলটি সবার বেশ পরিচিত এবং আমারও ভীষণ পরিচিত ৷ তবে এই মুহূর্তে এই ফুলের নামটা আমার মনে পড়েছে না ৷ কি যেনো একটা পরিচিত সবজির ফুল ৷ যাই হোক , ফুলটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর ৷ হলুদ রঙের ফুল গুলো দেখতে একটু বেশিই ভালো লাগে ৷



IMG20241013111634_00.jpg


হলুদ রঙের এই ফুলটিও দেখতে অসম্ভব সুন্দর ৷ রাস্তার পাশে ছোট একটি গাছ থেকে এই ফুলটি পেয়েছি আমি ৷ দেখতে বেশ ভালোই লাগছে , ভালেলাগা থেকে কয়েকটা ফটোগ্রাফি করে নিই আমি এই ফুলের ৷ ফুলটি দেখতে একটু অন্যরকম তবে ভীষণ সুন্দর ৷ নাম না জানা এই ফুলের ফটোগ্রাফি টা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ৷ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ফুলটি দেখতে ৷



IMG-20241010-WA0054.jpg


কাশফুল ৷ শেষ বিকেল বেলা নদীর পাড়ে ঘুরতে গিয়ে কয়েকটা কাশফুল হাতে পেলে ভীষণ ভালো লাগে ৷ মাঝে মধ্যেই নদীর পাড়ে ঘুরতে যাওয়া হয় আমার ৷ তবে সব সময় কাশফুল হাতে পাই না ৷ পেলে হয়তো প্রত্যেকটা বিকেল নদীর পাড়ে ভীষণ ভালো কাটতো আমার ৷ যাই হোক , কাশফুল ভালোলাগা একটি ফুল ৷ কিছু দিন আগে নদীর পাড়ে ঘুরতে গিয়ে আম্ এই ফটোগ্রাফি টা করেছিলাম ৷ আশা করি আমাদের সবার ভালো লাগবে ৷



IMG-20240923-WA0010.jpg


শেষ বিকেলের প্রকৃতি ৷ নদীর পাড়ে ঘুরতে গিয়ে কিছু দিন আগে আমি এই দৃশ্যে টা ক্যামেরা বন্দি করেছি ৷ আসলে প্রকৃতি সব সময় সুন্দর ৷ তবে বিকেল বেলার প্রকৃতি একটু বেশিই সুন্দর এবং শান্ত থাকে ৷ ধান ক্ষেতে সাথে শেষ বিকেলের আকাশ ৷ আশা করি এই মনোমুগ্ধকর দৃশ্যটা আপনাদের সবার ভালো লাগবে ৷


তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা এই রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷



পোষ্ট বিবরণঃ-

ছবিঃ এলোমেলো ফটোগ্রাফি
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 20 Oct 2024



🙏 ধন্যবাদ সবাইকে 🙏




20240114_001456_0001.png


আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...


1691561447609.png



Sort:  
 yesterday 

ঘাসের উপর একফোটা শিশিরবিন্দু এটা অসাধারণ লাগছে। আহ কী চমৎকার। ফুলগুলো বেশ সুন্দর লাগছে। বন‍্যফুল হলেও দেখতে বেশ চমৎকার। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল ভাই। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো।

 23 hours ago 

যে কোন কিছুর রেনডম ফটোগ্রাফি করলে আমার কাছে সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যদি ফুলের রেনডম ফটোগ্রাফি করা হয় তাহলে তো কোন কথাই নেই। কারণ ফুল এমনিতেই সুন্দর, আর ফুলের রেনডম ফটোগ্রাফি করলে ফুলগুলোর সৌন্দর্য আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা দেখলে একেবারে মুগ্ধ হয়ে যাই। আজকে আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন এগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 23 hours ago 

বাহ্ আপনি আজকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।কাশফুল ও সকালের দৃশ্যর ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাই। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 22 hours ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। শেষ বিকেলে নদীর ধারে ঘুরতে গিয়ে কাশফুল হাতে পেয়ে অনেক ভালো লাগছিলো একটি ছবিও ধারণ করে নিয়েছেন ছবিটি বেশ সুন্দর লাগছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো বিস্তারিতভাবে বর্ণনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 19 hours ago 

আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে রেনডম ফটোগ্রাফি ধারণ করে দেখিয়েছেন। আপনার ধারণ করা এই সমস্ত ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। বেশ চমৎকার ভাবে প্রত্যেকটা ফটো ক্যাপচার করেছেন আপনি। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 18 hours ago 

গ্রাম বাংলার প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন ভাইয়া। এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে আসলে মন ভরে যায়। বিশেষ করে গ্রামের সবুজ মাঠের মাঝে দিয়ে যখন সূর্যাস্তের দৃশ্য দেখা যায় তখন সেটা খুবই ভালো লাগে।

 16 hours ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিল। যেগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আমি ফটোগ্রাফি করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমার একটু বেশি ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল। রাস্তার পাশ থেকে তোলা নাম না জানা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে। কাশফুলের ফটোগ্রাফিও অনেক সুন্দর ছিল।

 9 hours ago 

আজকে আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। এবং সকাল বেলা ধান খেতের ফটোগ্রাফি টি অসাধারণ হয়েছে। আসলে এরকম ধানের মধ্যে শিশির থাকলে দেখতে খুব ভালো লাগে। অসাধারণভাবে ফটোগ্রাফি করে এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 hours ago 

আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধনের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 8 hours ago 

বিভিন্ন সময়ে শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে দারুন লাগলো ভাইয়া। আপনি খুব সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফির ক্যাপচার করেছেন।আপনার ফটোগ্রাফির হাত ভীষণ ভালো। ধন্যবাদ জানাই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।